আইপিএল নিলামে আফ্রিদি ১৫ কোটি রুপি পেতো: অশ্বিন
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ০৪:৩৩

নট আউট ডেস্কঃ এবারের এশিয়া কাপে পাকিস্তান ফাস্ট বোলার শাহিন শাহ আছেন আবার নাই। কেননা দলের সাথে থাকলেও ইনজুরির কারনে খেলা হবে না চলতি আসরে। গেল বছর বিশ্বকাপে বল হাতে ভারতকে বিধ্বস্ত করে দেওয়ার কারিগর আফ্রিদি আইপিএল নিলামে নিলামে কমপক্ষে ১৪-১৫ কোটি রুপিতে বিক্রি হতেন বলে মন্তব্য করেছেন রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের শেষ ম্যাচে শাদাব খান ও হারিস রউফ দারুণ বোলিং করেছে। তবে একদম শুরুতে শাহিন আফ্রিদির স্পেলই ম্যাচটা ঠিক করে দিয়েছিল। এবারের ম্যাচের আগে শাহিনের ইনজুরি তাদের জন্য বড় ধাক্কা।’
তিনি আরও বলেন, ‘আমি প্রায়ই ভাবি শাহিন আইপিএল খেললে কতটা রোমাঞ্চকর হতো। দেখা যেতো, লম্বা বাঁহাতি পেসার নতুন বলে ম্যাচের গতি ঠিক করে দিচ্ছে এবং ডেথে ইয়র্কার করছে! আইপিএল নিলামে উঠলে সে হয়তো ১৪-১৫ কোটি রুপি পেয়ে যেতো।’
আফ্রিদি না থাকায় পাকিস্তান কিছুটা হোচট খেয়েছে এটা যেমন বাস্তব। তেমনি সুবিধা হয়েছে ভারতের। এমন কথা বলেছেন পাকিস্তানের সাবেক একজন। তবে অশ্বিনের মতে আফ্রিদি না থাকলেও পাকিস্তানের বোলিং আক্রমণ শক্তিশালী।
অশ্বিন বলেন, ‘সব পাকিস্তানি ফাস্ট বোলার ১৪০-১৪৫ কিমি প্রতি ঘণ্টায় বোলিং করতে পারে। আমার মনে হয় না বিশ্ব ক্রিকেটের আর কোনো দলে এতো ফাস্ট বোলার আছে। পাকিস্তান সবসময়ই সহজাত প্রতিভার জন্ম দিয়ে থাকে।’
বল হাতে ক্যারিশমা দেখিয়ে তরুণ বয়সে ক্রিকেট বিশ্লেষক থেকে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন আফ্রিদি। এছাড়াও তাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে প্রতিপক্ষকে। ২৮ অগাস্ট (রবিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে ভারত-পাকিস্তান।
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: