চেন্নাইয়ের কোচ হচ্ছেন ব্রাভো
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২ ০৩:৫২

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের খেলোয়াড়ী জীবনের ইতি টানলেন ডোয়াইন ব্রাভো। তবে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে না চেন্নাই সুপার কিংসের সাথে। আগামী আসরে দলটির বোলিং কোচের দায়িত্ব সামলাবেন এই চ্যাম্পিয়ন ক্রিকেটার।
মিনি নিলামের আগে ব্রাভোকে রিটেইন করে নি চেন্নাই। তখনই ধারনা করা হয়েছিল বাস্তবতা মেনে মাঠের ক্রিকেট ছেড়ে দিবেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত তাই হয়েছে।
আইপিএল ক্যারিয়ারের ইতি ও কোচিং প্রসঙ্গে ব্রাভো বলেছেন, 'আমি নতুন ভূমিকা নিয়ে এগিয়ে যেতে চাই। কারণ আমি খেলাধুলা একেবারে ছেড়ে দেয়ার পর এই কাজটাই করতে চাই। আমি বোলারদের সঙ্গে কাজ করা উপভোগ করি এবং এটা এমন একটি দায়িত্ব যার জন্য আমি উন্মুখ হয়ে আছি।'
ব্রাভো আরও বলেন, 'ক্রিকেটার থেকে কোচ হওয়া পর্যন্ত আমার মনে হয় না আমার মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হবে। কারণ আমি যখন খেলেছি আমি সবসময় বোলারদের সঙ্গে কাজ করেছি এবং চেষ্টা করি পরিকল্পনা নিয়ে কাজ করতে কিভাবে ব্যাটারদের চেয়ে একধাপ এগিয়ে থাকা যায়।'
হলুদ জার্সিধারী দলটির সাথে ব্রাভোর সম্পর্ক প্রায় এক যুগের। ২০১১ সালে নিলাম থেকে এই ক্রিকেটারকে নিজেদের দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে ১৬১ ম্যাচে এক হাজার ৫৬০ রানের পাশাপাশি ১৮৩ উইকেট নিয়েছেন তিনি। যা আইপিএলের ইতিহাসেও সর্বোচ্চ উইকেটের রেকর্ড। আইপিএল ইতিহাসের অংশ হতে পেরেই দারুণ আনন্দিত ব্রাভো।
তার ভাষ্য, 'একটাই পার্থক্য হলো আমি এখন আর মিড অন মিড অফে দাঁড়িয়ে থাকতে পারব না। আমি কখনই ভাবিনি আইপিএলের ইতিহাসের সেরা উইকেট শিকারি হবো। আমি আইপিএল ইতিহাসের অংশ হয়ে দারুণ আনন্দিত।'
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: