'চেন্নাইকে নেতৃত্ব দেবেন স্টোকস'
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২ ০৬:১৭

নট আউট ডেস্কঃ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিনি নিলামে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বেন স্টোকসকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এই মৌসুমে ইংলিশ অলরাউন্ডারকে নেতৃত্বের দায়িত্ব দিবেন বলে মনে করেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টেইরিস।
স্টেইরিস বলেন, 'আমি মনে করি সে (স্টোকস) অধিনায়ক হবে। আমরা দেখেছি, ধোনি নেতৃত্ব ছেড়ে দিয়েছিল এবং ছেড়ে দেয়ার চেষ্টা করছে। সে আইপিএলের বাইরে নিয়মিত ক্রিকেট খেলছে না। এটা (স্টোকসকে নেতৃত্ব দেয়া) ধোনির জন্য একটি বড় সুযোগ। আমি মনে করি, তারা এটিই করবে। স্টোকস অধিনায়ক হতে যাচ্ছে।'
গত আসরেই নেতৃত্ব ছেড়েছিলেন ধোনি। ফ্র্যাঞ্চাইজিটির পরিকল্পনা ছিল, ধোনির অবর্তমানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন এমন কাউকে এখন থেকেই পরিচর্যা করে গড়ে তোলা। এই পরিকল্পনার অংশ হিসেবে অধিনায়কত্ব পেয়েছিলেন জাদেজা। যদিও মাঝপথে তিনিও দায়িত্ব ছেড়েছিলেন।
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: