মেন্টর থেকে ডিরেক্টর পদে সৌরভ
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ২০:৩০

নট আউট ডেস্কঃ আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে দায়িত্ব পালন করবেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পূর্বে দলটির মেন্টরের ভূমিকায় ছিলেন কলকাতার দাদা।
দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৌরভ বলেন, 'দিল্লি ক্যাপিটালসে ফিরে ভালো লাগছে। নারী দল এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আইপিএলের আসন্ন মৌসুমে কাজ করতে মুখিয়ে আছি।'
'শেষবার আমি যখন এই দলটির দায়িত্বে ছিলাম, তখন তারা ভালো করেছে। আমি ইতোমধ্যেই ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছি। আমি তাদের গ্রুপ হিসেবে দেখতে চাই। আশা করি, আগামী দুই মাস আমাদের বেশ ভালো কাটবে।'
৩১ মার্চ শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি আসরকে সামনে রেখে ইতোমধ্যেই ডেভিড ওয়ার্নারকে নিজেদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে দিল্লি। দলটির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অক্ষর প্যাটেল।
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: