ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

শুরুর আইপিএল মিস করবেন জানতেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ১৫:২৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ধামাকা। এবারের মৌসুমে দুই দলে ডাক পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। যদিও জাতীয় দলের ব্যস্ততায় এখনও কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে  যোগ দিতে পারেননি সাকিব আল হাসান ও লিটন দাস। অপরদিকে টেস্ট দলে না থাকায় দিল্লিতে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না রেখে সাকিব ও লিটনকেও যেতে দেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকে। তবে শুরুর আইপিএল মিস করবেন জানা ছিল সাকিবের। 

 

শনিবার (০১ এপ্রিল) এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘বোর্ড থেকে আগে যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারব, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারব। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’

 

মুস্তাফিজকে নিয়ে সাকিব বলেন, ‘মুস্তাফিজ যদি টেস্ট দলে জায়গা পেত তাহলে হয়তো ওর থাকতে হতো। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত হোক ও যেহেতু টেস্ট দলে নেই, যেতে পেরেছে আগে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...