পন্টিং-সৌরভের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন শেবাগ
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ১৫:০১

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না দিল্লি ক্যাপিটালস। টানা পাঁচ ম্যাচে হারের পর লড়াই করার মত অবস্থা নেই মুস্তাফিজদের। অথচ তারকা খেলোয়াড়দের পাশাপাশি দলটির ম্যানেজম্যান্টে রয়েছে দুই সাবেক গ্রেট সৌরভ গাঙ্গুলী ও রিকি পন্টিং।
দলের ব্যর্থতার দ্বায় অনেকটা গাঙ্গুলী ও পন্টিংকেই দিচ্ছেন সাবেক ভারতীয় বীরেন্দর শেবাগ। এই দুজনের ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন।
ক্রিকেটের খবরবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলোচনায় শেবাগ বলেছেন, ‘সত্যি বলতে, কোচিং স্টাফে যাঁরা আছেন, তাঁরা কোনো অবদান রাখতে পারছেন না। খেলোয়াড়েরা খারাপ খেললে দল কতটা শক্তিশালী, তাতে কিছু যায়-আসে না। আপনার ড্রেসিংরুমে বড় মানের অনেকে থাকতে পারে। কিন্তু ব্যাটসম্যানরা রান না পেলে, বোলাররা উইকেট না পেলে তাঁদের থেকে কী লাভ?’
দিল্লির হয়ে আট মৌসুম খেলা শেবাগ আরও বলেছেন, ‘আমি বুঝি না, খেলোয়াড়দের সারাক্ষণ নির্দেশনা কেন দেওয়া হয়। এটার দরকার নেই। যাদের ম্যাচ জেতানোর সামর্থ্য আছে, তাদের দলে রাখতে হবে। তাহলেই আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। দিল্লিতে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। কিন্তু তারা রান ও উইকেট পাচ্ছে না। মাঠের বাইরে আপনি অনেক কৌশল সাজাতে পারেন। কিন্তু মাঠে গিয়ে পারফর্ম করতেই হবে।’
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: