লিটনের আরেকটা সুযোগ প্রাপ্য ছিল!
প্রকাশিত: ৭ মে ২০২৩ ১৬:০৮

নট আউট ডেস্কঃ প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছিল লিটন দাস। নিজের প্রথম আইপিএলে লিটনের ম্যাচ সংখ্যাও এক। সেই ম্যাচে যদিও বেশ কিছু ভুল করেছিল লিটন। যার ফলে পরের ম্যাচগুলোতে আর সুযোগ পায়নি এলকেডি। তবে লিটনের আরেকটা সুযোগ পাওয়া প্রাপ্য ছিল বলে মনে করেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। একই সাথে তিনিও বিশ্বাস করেন আইপিএলে সকলকে সমান চোখে দেখা হয়না।
ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে আইপিএল ইস্যু নিয়ে কথা বলেছেন জালাল ইউনুস। জানিয়েছেন, 'আমিও দেখেছি কমবেশি সব ম্যাচই। হয়তো অন্যদের অগ্রাধিকার আমাদের চেয়ে বেশি। তবে আমার মনে হয় এটা হওয়া উচিৎ না। সবাইকেই সমানভাবে সুযোগ দেওয়া উচিৎ। মুস্তাফিজ অনেকদিন ধরে আইপিএল খেলছে। সাকিবও অনেকদিন ধরে খেলে। লিটন প্রথমবার গিয়েছিল। তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিৎ ছিল। আমার মনে হয় না তারা সবাইকে সমান চোখে দেখে।'
জালালের ভাষায়, 'তারা ঠিকঠাক আছে। খেলেনি এটা তাদের টিম প্ল্যানের অংশ। দলের পরিকল্পনা থাকে -এটা জেনেই তারা গেছে। এমন না যে একেবারে খেলেনি। মুস্তাফিজ দুটো ম্যাচ খেলেছে, লিটন একটা ম্যাচে সুযোগ পেয়েছিল। হয়তো ক্লিক করতে পারেনি। আরেকটু সুযোগ দিলে ভালো হতো। আর এক-দুটি ম্যাচ সুযোগ দেওয়া উচিৎ ছিল। লিটন আরেক ম্যাচে সুযোগ পেলে আমার মনে হয় ভালো করত। তবে ওরা হতাশ নয়। ঠিক আছে।'
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: