কোহলি-গিলদের বাদ দিয়ে সেরা পাঁচ সাজালেন শেবাগ
প্রকাশিত: ২৮ মে ২০২৩ ০২:৫০

নট আউট ডেস্ক: আইপিএলের চলতি আসরে টানা দুই শতক করেছেন বিরাট কোহলি৷ তিন শতকে এখন পর্যন্ত সর্বোচ্চ রান শুভমান গিলের৷ অথচ এই দুই ব্যাটারকে নিজের সেরা পাঁচ ব্যাটারের তালিকায় রাখেননি বীরেন্দর শেবাগ৷
শেবাগের সেরা পাঁচে রয়েছেন রিংকু সিং, শিভম দুবে, যশস্বী জয়সাওয়াল, হেনরিখ ক্লাসেন ও সূর্যকুমার যাদব।
কোহলি কিংবা গিলদের নিজের সেরা পাঁচে না রাখা নিয়ে শেবাগ বলেছেন, ‘আমি খুব বেশি ওপেনারকে নিইনি কারণ তারা অনেক বেশি সুযোগ পায়। আমার মাথায় প্রথম যে ব্যাটারের কথা মাথায় আসে সে রিংকু সিং। আমার মনে হয় না আপনি আমাকে কারণ জানতে চাইবেন। এমনটা কখনও হয়নি একজন ব্যাটার পাঁচটি ছক্কা মেরে দলকে জিতিয়েছে। শুধুমাত্র রিংকু সিং এটা করেছে’৷
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: