নিলামের আগে থেকেই মুস্তাফিজের ওপর নজর ছিল চেন্নাইয়ের
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ১২:৩৬

নট আউট ডেস্কঃ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। সম্প্রতি ফর্ম ভালো ছিল না। ফলে দল পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত চেন্নাই ম্যানেজম্যান্ট দলে ভিড়িয়েছে এই পেসারকে। এমনকি নিলামের আগে থেকে মুস্তাফিজকে পাওয়া নিয়ে পরিকল্পনা সাজিয়েছে দলটি। এমন তথ্যই জানিয়েছেন দলটির প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন।
বিশ্বনাথন বলেন, 'যাদেরকে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের, মোটামুটি তাদের সবাইকেই পেয়েছি। ড্যারিল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল।'
তিনি আরও বলেন, 'আমাদের মনে হয়েছে, চিপকের উইকেটে এবং সেখানে দুই পাশের সীমানা যেমন, মুস্তাফিজুর রহমান ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় ছিল এসব। তবে আমরা নিশ্চিত ছিলাম না, তাদেরকে আমরা পাব কি না। সৌভাগ্যবশত, এবার নিলাম বেশ ভালো কেটেছে আমাদের।'
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: