ভারতেই আইপিএলের সব ম্যাচ
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪ ১৮:৪৭

নট আউট ডেস্কঃ আগামী ২২ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন আসরের ৭ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করেছিল আয়োজকরা। এতেই গুঞ্জন উঠেছিল ৭ এপ্রিলের পরের ম্যাচগুলো ভারতের বাইরে হতে পারে। বিশেষ করে উঠেছিল সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ।
আইপিএলের পুরো মৌসুম ভারতেই হচ্ছে, নিশ্চিত করেন তিনি। বিসিসিআইয়ের সচিব ক্রিকবাজকে বলেন, 'নাহ, এটা কোথাও সরছে না। আইপিএল ভারতেই হবে।'
ভারতের বাইরে আইপিএল আয়োজন নতুন কিছু নয়। ২০১৪ সালে নির্বাচনের কারণে আইপিএলে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০২০ সালে অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। ২০২১ আইপিএলের শেষভাগও হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সবশেষ দুই বছর আর্থাৎ ২০২২ ও ২০২৩ আইপিএল ভারতেই অনুষ্ঠিত হয়েছে।
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: