ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

২০২৫ আইপিএলের প্রথম ম্যাচ নিষিদ্ধ পান্ডিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৪ ১৩:৫৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ গুজরাট টাইন্টান্সকে চ্যাম্পিয়ন ও রানারআপ করে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। অভিজ্ঞ রোহিত শর্মার পরিবর্তে পেয়েছিলেন নেতৃত্ব। তবে মুম্বাইয়ের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। চলমান আসরে তৃতীয় বারের মত স্লো ওভার রেটের কবলেও পড়েছেন তিনি। যার ফলে আগামী আসরের প্রথম ম্যাচের একাদশে থাকতে পারবেন না তিনি। 

 

মুম্বাই ছেড়ে অন্য দলের হয়ে খেললেও এই নিষেধাজ্ঞার কবলেই থাকবেন পান্ডিয়া। নিজেদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই। 

এক ম্যাচ নিষেধাজ্ঞা ছাড়াও লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে পান্ডিয়াকে ১২ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।

পান্ডিয়ার নেতৃত্বে এবারের আসরে লিগ পর্বের ১৪ ম্যাচে মাত্র ৪টিতে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ হারে মাত্র ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে থেকে এবারের আসর শেষ করেছে মুম্বাই। এমন পারফম্যান্সে পরবর্তী আসরে মুম্বাইয়ের হয়ে খেলা পান্ডিয়ার জন্য নিষিদ্ধই বলা চলে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...