স্বাধীনতা কাপ ক্রিকেট টূর্ণামেন্টের পর্দা নামছে কাল
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ০১:৩৯

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রথমবারের মত ক্রিকেটীয় বলে শুরু হয়েছিল স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্ণামেন্ট৷ চার দলের অংশগ্রহনে বয়সভিত্তিক এই টূর্ণামেন্টের পর্দা নামছে কাল ৷ বিজয় ১৬ ও উত্তাল ৭১ দলের মধ্যকার ফাইনাল ম্যাচ সকাল ১০ ঘটিকায় দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে৷
পঞ্চগড় এক্সপ্রেস খ্যাত জাতীয় ক্রিকেট দলের সদস্য শরিফুলের উপজেলা দেবীগঞ্জ৷ গত ৯ মার্চ শুরু হয়েছিল বয়সভিত্তিক এই টূর্নামেন্ট'র প্রথম আসর ৷ প্রথম আসরের আয়োজনে ছড়িয়েছে মুগ্ধতা৷ ব্যাট বলের রোমাঞ্চকর লড়াই আকৃষ্ট করেছে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে অভিভাবকদের৷
ক্রিকেটার তৈরীর এমন আয়োজন যেন ধারাবাহিকতা পায় এজন্য আয়োজক সংশ্লিষ্ট মানুষদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ক্রিকেটার থেকে শুরু করে উপজেলার ক্রিড়াপ্রেমী মানুষেরা৷ টূর্ণামেন্টে অংশ নেওয়া সকল খেলোয়াড়কে দেবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সনদ প্রদান করবেন৷
মশিউর রহমান শাওন, দেবীগঞ্জ, পঞ্চগড়।
অটোগ্রাফসহ নেইমারের জার্সি উপহার পেলেন তামিম
নেইমারের পাবলিসিটির দায়িত্বে থাকা বাংলাদেশের ছেলে রবিন মিয়া, কাতার বিশ্বকাপে আছেন নেই...

রাতে শুরু হচ্ছে বিজয় নাইট ক্রিকেট টূর্ণামেন্ট
উত্তরের জেলা পঞ্চগড়! অন্যান্য স্থানের তুলনায় যেখানে শীত অনেকটাই বেশি। নভেম্বর-ডিসেম্...

নাসিরের ব্যাটে রংপুরের জয়
নাসির তার ৪৫ রানের ইনিংস সাজিয়েছিল ৭ চার ও ২ ছক্কায়। অর্থাৎ ৪০ রান তিনি নিয়েছেন বাউন্...

আপনার মূল্যবান মতামত দিন: