নতুন সদস্যে ঈদ স্পেশাল
প্রকাশিত: ৩ মে ২০২২ ২১:৩৯
_copy_600x340-2022-05-03-11-38-20.jpeg)
নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের পেসাররা বিদেশের মাটিতে কার্যকর না এটি ছিল প্রচলিত প্রবাদ৷ পেসারদের সামর্থ্য থাকলেও ভালো করতে ব্যর্থ হওয়ায় এমন কথা শোনা যেত হরহামেশাই৷ তবে তাসকিনের মুগ্ধতা ছড়ানো বোলিং নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সকলকে৷
ইনজুরি নামক ভয়ঙ্কর বন্ধুর কবলে পড়ে মিস করেছেন আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট৷ আসন্ন ঘরের মাঠে সিরিজেও বল হাতে দেখা যাবে দ্রুতগতির এই বোলারকে৷ খেলতে না পারার আক্ষেপের মাঝেও বিশেষ ঈদ উপভোগ করছেন তাসকিন৷
শীর্ষস্থানীয় একটি অনলাইন পত্রিকার সঙ্গে সাক্ষাৎকালে তাসকিন বলেন ‘আমার মেয়ে ফাতিমা আহমেদ তাইবা এসে এবারের ঈদ স্পেশাল করে দিয়েছে।, ‘
তাসকিন আরও বলেন, দুই সন্তানের বাবা হিসেবে এটাই আমার জীবনের প্রথম ঈদ। কন্যার মুখ দেখার পর থেকে দারুণ লাগছে। সত্যি কথা বলতে, এর চেয়ে ভালো অনুভূতি আর হতে পারে না।’
এখন চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও তাসকিনের কাছে জীবনটা বেশ রঙিন লাগছে! বাবা-মা, বোনদের পাশাপাশি স্ত্রী ও পুত্রসন্তান নিয়ে দারুণ সময় কাটছিল তার।
গত ২৯ এপ্রিল ঘর আলো করে এলো কন্যাসন্তান ফাতিমা আহমেদ তাইবা। ফলে তার ঈদটা স্পেশাল হয়ে উঠেছে, ‘এতদিন ছেলের বাবা ছিলাম, এবার মেয়ের বাবা হয়েছি। ছেলে-মেয়ে, আব্বু-আম্মু এবং বোনদের নিয়ে আমার ঈদটা দারুণ কাটবে বলে আশা করছি।
-নট আউট/এমআরএস
অটোগ্রাফসহ নেইমারের জার্সি উপহার পেলেন তামিম
নেইমারের পাবলিসিটির দায়িত্বে থাকা বাংলাদেশের ছেলে রবিন মিয়া, কাতার বিশ্বকাপে আছেন নেই...

রাতে শুরু হচ্ছে বিজয় নাইট ক্রিকেট টূর্ণামেন্ট
উত্তরের জেলা পঞ্চগড়! অন্যান্য স্থানের তুলনায় যেখানে শীত অনেকটাই বেশি। নভেম্বর-ডিসেম্...

নাসিরের ব্যাটে রংপুরের জয়
নাসির তার ৪৫ রানের ইনিংস সাজিয়েছিল ৭ চার ও ২ ছক্কায়। অর্থাৎ ৪০ রান তিনি নিয়েছেন বাউন্...

আপনার মূল্যবান মতামত দিন: