সাকিব-লিটনের গলকে বিদায় করে ফাইনালে ক্যান্ডি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ ১৬:১৩

নট আউট ডেস্কঃ ডাম্বুলা অরার কাছে হেরেও ফাইনাল খেলার সুযোগ ছিল সাকিব-লিটনদের গল টাইটান্সের সামনে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে বি-লাভ ক্যান্ডির কাছে অসহায় আত্নসমর্পণ করেছে দলটি। তাতেই আসর থেকে ছিটকে গেল গল টাইটান্স। দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করা বি-লাভ ক্যান্ডির প্রতিপক্ষ ডাম্বুলা অরা।
প্রেমাদাসায় এদিন আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বি-লাভ ক্যান্ডি। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান আসে ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে। এছাড়া ৩টি চার ও ১টি ছক্কায় দিনেশ চান্দিমাল করেন ৩৮ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে আসে ২৫ রান। গলের পক্ষে লাহিরু কুমারা ও সোনাল দিনুসা নেন ২টি করে উইকেট। ২৪ রান খরচায় সাকিবের শিকার উইকেট।
জবাবে লিটন দাসের ব্যাটে শুরুটা দুর্দান্তই ছিল গল টাইটান্স এর। কিন্তু শুরুর ছন্দটা লিটন খুব একটা ধরে রাখতে পারেননি। ৪ চারে ফিরেন ২৫ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ২ চারে সাকিবের ব্যাট থেকে আসে ১৭ রান। গলের রান একশ পার করার আগেই ৭ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্যান্ডি।
বাকিদের আসা যাওয়ার মিছিলে খানিকটা সোনাল দিনুশা খানিকটা লড়াইয়ের চেষ্টা করেন। তার ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে গলের হারের ব্যবধানটা কেবল হয়েছে। ২৮ রান করা সোনালের বিদায়ের পর খুব একটা এগোয়নি গল টাইটান্স। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৩ রানের বেশি তুলতে পারেনি দলটি। ফলে, ৩৪ রানের জয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে বি-লাভ ক্যান্ডি। দলটির পক্ষে ২টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, চতুরাঙ্গা ডি সিলভা ও মোহাম্মদ হাসনাইন।
-নট আউট/টিএ
সাকিব-লিটনের গলকে বিদায় করে ফাইনালে ক্যান্ডি
ব্যাট হাতে লিটন করেছেন ২৫, সাকিবের ব্যাট থেকে এসেছে ১৭ রান...

এলপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানায় বাংলাদেশি প্রতিষ...
‘প্রথমবারের মতো আমরা লঙ্কা প্রিমিয়ার লিগের আনন্দ যাত্রায় যুক্ত হচ্ছি। আমরা এমন একটা দ...

আপনার মূল্যবান মতামত দিন: