03/13/2025 বাবর-রিজওয়ান জুটিতে পাকিস্তানের স্বপ্ন চওড়া
মশিউর রহমান শাওন
২৩ মার্চ ২০২২ ২০:৪১
নিউজ ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটে বর্তমান সময়ে যে কয়েকজন খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে অন্যতম কাপ্তান বাবর ও উইকেটকিপার ব্যাটার রিজওয়ান৷ এই জুটিকে কেন্দ্র করে পাকিস্তানের স্বপ্ন সময়ের পরিক্রমায় বৃদ্ধি পাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না৷
সর্বশেষ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে শুরু এরপর বাবর-রিজওয়ান যৌথভাবে যা করেছেন তা দীর্ঘ সময় মনে রাখতে হবে ক্রিকেটপ্রেমীদের৷ ধারাবাহিকতার ফলস্বরূপ বর্ষসেরার খেতাব লাভ করেছিল গেল বছরের৷ দুই যুগ পরে পাকিস্তানের ডেরায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল৷ যাওয়ার পর লাথান এক প্রকার হুমকির সূরে বলেছিলেন ৩-০ তে টেস্ট সিরিজ জিততে চাই৷
সিরিজের প্রথম ম্যাচ ব্যাটারদের দাপটে ফলশূণ্য ড্র হলে দ্বিতীয় ম্যাচে শুরু হয় রোমাঞ্চ৷ চতুর্থ ইনিংসে ১৭১.৪ ওভার ব্যাট করে পাকিস্তান বেঁচে যায় পরাজয়ের লজ্জা থেকে৷ সাথে টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বল খেলার রেকর্ড গড়ে৷ এ লজ্জা এড়াতে অনবদ্য ভূমিকা ছিল বাবর ও রিজওয়ানের৷
বাবর ডাবল সেঞ্চুরি থেকে চার রান আগে আউট হলে দায়িত্ব কাঁধে পরে রিজওয়ানের৷ তবে ব্যক্তিগত শতকের সাথে কাজটি ঠিকমত করতে কোন ভুল করেননি এই ব্যাটার৷ ফলে ম্যাচ জয়ের আনন্দ উপভোগ করা হয়নি অজিদের৷
চলতি বছরের শেষের দিকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ৷ তার পূর্বে রয়েছে এশিয়া কাপ৷ দুই ট্রফি জয়ে পাকিস্তানের পাখির চোখ থাকবে এটি জানা কথা৷ সামর্থ্য অনুয়ায়ী বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান হট ফেভারিট৷ কারন পরিপূর্ণ দল এবং পাকিস্তানের খেলোয়াড়দের সুসময় যাচ্ছে এটি সামান্য খেলা বোঝা মানুষেরও বুঝতে খুব একটা কষ্ট হচ্ছে না৷
ওপেনিংয়ে বাবর-রিজওয়ান প্রতিপক্ষ দলের জন্য কতটা বিপদজ্জনক তা বলার অপেক্ষা রাখে না সাথে আফ্রিদির গতির সঙ্গে সাদাব খানের ঘূর্ণি জাদুর সংমিশ্রণ তো রয়েছে৷ তবে সবচাইতে যেটি আকর্ষণীয় তা হলো বাবর-রিজওয়ানের জুটিতে পাকিস্তানের স্বপ্ন চওড়া৷
গত আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান৷ আক্ষেপে পুরেছিল ক্যাচ মিসে পরাজয়ের নায় হাসান আলী থেকে পুরো পাকিস্তান৷ স্বপ্নভঙ্গের তীব্র জ্বালা অনুভব করেছিল তরুণ আফ্রিদি৷ ফলে সামনের বৈশ্বিক আসরে ট্রফি জয়ের জন্য আরও বেশি মরিয়া পাকিস্তান এটি অস্বাভাবিক কোন বিষয় নয়৷
- নট আউট/এমআরএস/ডব্লিউআর।