03/12/2025 ক্রাইসিস কাউকে বুঝতে দিচ্ছেন না সাকিব
স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ২১:০১
স্পেশাল করেসপন্ডেন্টঃ পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মা, তিন সন্তান, শাশুড়ির শারীরিক অবস্থা ভালো নয়। এর মাঝে ক্রিকেটে মনোযোগী হওয়া খুব কঠিন। রীতিমতো দুসাধ্য কাজই বলা যায়। কিন্তু এমন কঠিন কাজই দূরদেশ আফ্রিকায় বসে করছেন সাকিব আল হাসান। দেশে ফেরার টিকিট প্রস্তুত ছিল, বিমানে চড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। পরে আবার সিদ্ধান্ত বদলে রয়ে গেছেন দলের সঙ্গে।
আজ সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ওয়ানডে শেষেই ঠিক হবে সাকিব দেশে ফিরবেন নাকি টেস্ট সিরিজ খেলবেন। দুই ম্যাচের পর সিরিজে ১-১ এ সমতা রয়েছে। আজ তৃতীয় ও শেষ ম্যাচটি তাই অলিখিত ফাইনাল। মনের ভেতরের ঝড় কাউকেই বাইরে বুঝতে দিচ্ছেন না সাকিব। আফ্রিকায় দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন এমনটাই বলেছেন গণমাধ্যমকে।
সাকিবের প্রসঙ্গে হাবিবুল বলেন, ‘সাকিব ভালো আছে। ওর মনের মধ্যে তো অবশ্যই কিছু আছে। আমরা সবাই বুঝতে পারি। কিন্তু ও সেটা কারও কাছে প্রকাশ করছে না। সে খুবই ইতিবাচক। ড্রেসিংরুমে এ বিষয় নিয়ে কেউ কোনো আলাপ করছে না। ও ওর মত থাকছে। ও যে একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, এটা ড্রেসিংরুমের কাউকে বুঝতে দিচ্ছে না। এটা দারুণ।’
এদিকে গতকাল অনুশীলনের পর লিটন দাসও বলেছেন, সাকিবের পারিবারিক বিষয়, তাসকিনের আইপিএল ইস্যু পেরিয়ে আজকের ম্যাচে ফোকাস করছে বাংলাদেশ দল। সিরিজ জয়ে মরিয়া টাইগাররা। লিটন দাস বলেছেন, ‘আইপিএল বা পারিবারিক সমস্যা অতীত, সেটা চলে গেছে। সামনে ম্যাচ। সবাই সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করবে। সাকিব ভাই ও তাসকিনও ব্যতিক্রম কিছু না। তারা দলের অংশ, সেরা খেলোয়াড়, চেষ্টা করবে ভালো কিছু করার।’
- নট আউট/এমজেএ/ডব্লিউআর।