03/12/2025 প্রোটিয়াদের স্রেফ উড়িয়ে দিয়ে সিরিজ বাংলাদেশের
নট আউট ডেস্ক
২৪ মার্চ ২০২২ ০৮:১১
নট আউট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৯ উইকেটের লজ্জা দিয়েছে টাইগাররা। আগে ব্যাট করতে নেমে তাসকিনের আগুনে বোলিংয়ে বোর্ডে দেড়শ তুলতেই গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাব তামিম-লিটনের রেকর্ডগড়া জুটিতে ঐতিহাসিক সিরিজ জিতে বাংলাদেশ।
মাদিবার রাষ্ট্রে মহাকাব্যের ইতিহাস রচনা করলো টিম টাইগার৷ সিরিজ নির্ধারনি ম্যাচে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে ঘটেনি কোন অঘটন৷ ম্যাচের প্রথমার্ধের সবটুকু আলো একদিকে তাসকিন নিজের করে নেয় অপরদিকে ব্যাটিংয়ে এসে চোখধাঁধানো ৮৭ রানের ইনিংসে বাংলাদেশের জয় ৯ উইকেটে৷ ওপেনিংয়ে নেমে অর্ধশতক হতে দুই রান আগে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস৷
দক্ষিণ আফ্রিকার হয়ে মালান ৩৯, ডি কক ১২, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, মহারাজ ২৮ রান করেন।
বল হাতে পাঁচ উইকেট ও সিরিজে মোট ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা ও সিরিজ সেরা নির্বাচিত হয় তাসকিন৷
-নট আউট