03/12/2025 টাইগার বন্দনায় মেতেছে সামাজিক যোগাযোগমাধ্যম
নিউজ ডেস্ক
২৪ মার্চ ২০২২ ১০:৪২
নিউজ ডেস্কঃ সফলতা ছোট একটি শব্দ হলেও এটি লাভ করা মোটেও ছোট বিষয় নয়৷ সফলতা লাভের জন্য প্রয়োজন প্রচন্ড ইচ্ছাশক্তি, অনিশ্চিত ক্রিকেটের বেলায় সম্মিলিত চেষ্ঠা৷
ঘরের মাঠে ভারত, পাকিস্তানের মত আফ্রিকা দলকে নাকানি-চুবানি খাওয়াতে টিম টাইগার সফল হলেও তাদের ডেরায় ছিল আরও বেশি অসহায়৷ তবে এবারের সফর সংগ্রহশালার উপরের দিকে জায়গা পাবে এটি বলার অপেক্ষা রাখেনা৷ তিন ম্যাচ সিরিজে ২-১ সিরিজ জিতেছে তামিম বাহিনী৷
বাংলাদেশের সিরিজ জয়ের পর টুইটার হয়ে ওঠেছে টাইগারময়৷ ভক্ত শুভাকাঙ্খীরা অভিনন্দন বার্তা পাঠাচ্ছে তামিম-তাসকিনদের৷ প্রথমবার এমন সফলতায় মুগ্ধ দেশের মানুষের পাশাপাশি বিদেশীরাও৷
ভক্তদের মধ্যে কেউ লিখেন-তোমাদের নিয়ে সমস্ত অনুভূতি আমাদের৷ তোমাদের জন্য বিশ্বদরবারে সম্মানিত হয় আমাদের প্রিয় মাতৃভূমি৷ অভিনন্দন তোমাদের৷
তাসকিন প্রসঙ্গে অনেকে লিখেছেন- তোমার জন্য শুভকামনা৷ তুমি হয়ে ওঠবে বিশ্বসেরাদের একজন৷ লক্ষ্যে অটুট থাকিও তাহলেই আসবে ভালো কিছু ৷
এছাড়াও সাকিবের ত্যাগ নিয়ে প্রশংসা করেছেন অনেকে৷ দীর্ঘদিন পর তামিমের রানে ফেরায় স্বস্তিতে বাংলার দর্শকেরা৷ সামনের দিনগুলোর জন্য সকলের প্রতি রেখেছে শুভকামনা৷
-নট আউট/এমআরএস/টিএ