03/12/2025 সিরিজ জয়ের পুরস্কার ‘তিন’ কোটি টাকা
স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ১১:৩৮
স্পেশাল করেসপন্ডেন্ট: গত জানুয়ারি মাসে ঘরের মাঠে বিরাট কোহলি, রোহিত শর্মাদের শক্তিশালী ভারতকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। কোহলি-রোহিতরা শূন্য হাতে ফিরলেও তামিম-তাসকিনরা আফ্রিকা জয় করেছেন। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ২-১ এ ওয়ানডে সিরিজ হারানোর গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ দলের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি।
বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নে ম্যাচের পর ক্রিকেটারদের সামনে এ পুরস্কার ঘোষণা করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। পরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’
ম্যাচ শেষে ঢাকা থেকে মুঠোফোনে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। জালাল ইউনুসের ফোনেই কথা বলেন পাপন। এ বিষয়ে জালাল ইউনুস বলেছেন, ‘আমার স্পিকার অন করে ঢাকায় ফোন দিয়েছিলাম। মাননীয় সভাপতি সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’
-নট আউট/এমজেএ/আরএ