03/12/2025 জাতীয় সঙ্গীত গেয়ে অনুশীলনে টাইগাররা
স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ০৬:২৩
স্পেশাল করেসপন্ডেন্ট: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন গোটা দেশের আনন্দ- বেদনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। ক্রিকেট মাঠের জয়-পরাজয়ে আন্দোলিত হয় পুরো দেশ। বর্হিবিশ্বে দেশের বড় পরিচায়ক এখন টাইগাররা। যে কোনো জাতীয় উৎসবেও তাদের অংশগ্রহণ সবার নজরে থাকে।
দেশে কিংবা দেশের বাইরে থাকলেও ক্রিকেটাররা শামিল হন জাতীয় উপলক্ষে। দেশবাসীর মতোই তারা উদযাপন করেন যথা ভাব-গাম্ভীর্য, মর্যাদার সঙ্গে। শনিবার দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশ দল উদযাপন করেছেন মহান স্বাধীনতা দিবস। ডারবানে আজ অনুশীলনে নামার আগে ক্রিকেটাররা জাতীয় সঙ্গীত গেয়েছেন সবাই মিলে। জাতীয় পতাকা নিয়ে ক্রিকেটার, কোচ, কর্মকর্তা, সাপোর্ট স্টাফসহ সবাই অংশ নিয়েছেন এ আয়োজনে। জাতীয় পতাকা হাতে নিয়ে ছবি তুলেছেন ক্রিকেটাররা।
গত বছর বিজয় দিবসে নিউজিল্যান্ড সফরে ছিল বাংলাদেশ দল। এবার স্বাধীনতা দিবসেও ক্রিকেটাররা দেশের বাইরে আছেন।
বিসিবির মিডিয়া বিভাগ আজ ডারবান থেকে জানিয়েছে, জাতীয় সঙ্গীতের পর্ব শেষ হওয়ার পর ডারবানের চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাবে অনুশীলন করেছেন মুমিনুল-মুশফিকরা। অনুশীলনে হেড কোচ রাসেল ডমিঙ্গোর ছেলে কার্ল লিটন অফস্পিন করেছেন ব্যাটসম্যানদের পোর্ট এলিজাবেথে।
আগামী ৩১ মার্চ ডারবানে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে
নট আউট/এমজেএ/আরএ