03/12/2025 রাজিন-তুষারের ঝড়ো ব্যাটিংয়ে জিতল নান্নুর দল
স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ০৭:১৫
স্পেশাল করেসপন্ডেন্ট: স্বাধীনতা দিবসে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ শনিবার বিসিবি একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী টি- ২০ ম্যাচে ঝড় তুলেছেন সদ্য সাবেক হওয়া ক্রিকেটাররা। ক্যারিয়ারে দ্রুত লয়ে রান তোলার জন্য বিখ্যাত ছিলেন না রাজিন সালেহ, তুষার ইমরান। তবে আজ তারাই ব্যাট হাতে ঝড় তুলেছেন। রাজিন-তুষার হাফ সেঞ্চুরি করেছেন। তবে আফতাব আহমেদ ৭ রান করে আউট হয়েছেন, আর শাহরিয়ার নাফিস রানের খাতাই খুলতে পারেননি। বোলিংয়ে প্রথমবার সাবেকদের ম্যাচ খেলতে নামা মাহবুবুল আলম রবিন ৫ উইকেট নিয়েছেন। হাসিবুল হোসেন শান্তÍ ৫ উইকেট নিয়েছেন।
বিসিবি একাডেমি মাঠে রানের লড়াইয়ে বাংলাদেশ লাল একাদশ ৭৪ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ সবুজ একাদশকে।
মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন লাল একাদশ আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৯ রান তুলেছিল। রাজিন সালেহ ৩৭ বলে ৮৭ রানের (৩টি চার ও ১০টি ছক্কা) ইনিংস খেলেন। তুষার ইমরান ৩৮ বলে ৭৭ রান (৫চার, ৭ ছক্কা) করেন। রবিন ১২ বলে ৩২, হান্নান সরকার ৩২ রান করেন। সবুজ একাদশের পক্ষে হাসিবুল হোসেন শান্ত ৪৫ রানে ৫টি, সৈয়দ রাসেল ২টি, ডিকেন্স ১টি উইকেট নেন।
পরে ১৮.৫ ওভারে ১৯৫ রানে অলআউট হয় খালেদ মাসুদ পাইলটের সবুজ একাদশ। জামাল বাবু ইনিংস সর্বোচ্চ ২০ বলে ৬২ রান (৬ চার, ৫ ছয়) করেন। এছাড়া হারুনুর রশিদ লিটন ২৪, জাভেদ ওমর ৩১, জাহাঙ্গীর আলম অপরাজিত ৩১ রান করেন। রবিন ৩০ রানে ৫টি, সানোয়ার ২টি, নাজমুল হোসেন-তালহা জুবায়ের-এনামুল হক মনি ১টি করে উইকেট নেন।
ম্যাচটি পরিচালনা করেছেন দুজন নারী আম্পায়ার। অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি ও ডলি রানি সরকার।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, রকিবুল হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নট আউট/এমজেএ/আরএ