03/13/2025 ধোনির কাছে বয়স গৌণ, ইচ্ছাশক্তিই মুখ্য
নিউজ ডেস্ক
২৭ মার্চ ২০২২ ২০:৪১
নিউজ ডেস্কঃ সময় ছুটে চলে নিজস্ব গতিতে৷ রাতের পর দিন আবার দিনের পর রাত আসে যথানিয়মে৷ ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা যেমন নদীর বুকে ভাসিয়ে নিয়ে যায় নানান কিছু ঠিক তেমনি বয়স অনেক কিছুই বদলিয়ে দেয় মানুষের জীবনে৷ চলার প্রতিটি ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা একটা সময় বয়সকে করে তুলে গৌণ, যদি ইচ্ছাশক্তি হয়ে যায় মুখ্য৷
তরুণ প্রজন্মের শিরায় শিরায় কিংবা উপশিরাতে মিশে আছে ক্রিকেট৷ প্রতিটি দেশের ভবিষ্যত খেলোয়াড়রা হতে চায় তাদের দেখা আইডলদের মত৷ বিশ্বক্রিকেটে স্বার্থক ক্রিকেটারদের মধ্যে উপরের দিকে অবস্থান কাপ্তান কুল মহেন্দ্র সিং ধোনির ৷ দায়িত্বকালীন সময় যা এনে দিয়েছে ভারতীয় দলকে তাতে স্পর্শ করা হয়ে গেছে সমস্ত সফলতা৷ এরপর বাকি বলতে শুধু অন্যের হাত ধরে আরও বারংবার একই উল্লাস করা৷
যতদেশে, যত প্রান্তে যতই টূর্ণামেন্ট অনুষ্ঠিত হোক না কেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের শ্রেষ্ঠ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এটি অস্বীকার করার কোন উপায় নেই৷ সত্যি বলতে উপায় রাখতে দেয়নি আয়োজক কমিটি৷ এই শ্রেষ্ঠ টূর্নামেন্টে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস৷ সফলতার নেপথ্যে কারিগর বিধাতার নিকট থেকে দুহাত ভরে পাওয়া মহেন্দ্র সিং ধোনি ৷ এই সেরা কাপ্তান, দারুণ ফিনিশার, অনন্য উইকেটরক্ষক ব্যাটার প্রায় এক যুগ হলুদে আবৃত দলটির নেতৃত্ব দিয়ে ৯ বার ফাইনালে নিয়ে গেছেন। জয়ের স্বাদ গ্রহণ করেছেন চারবার ৷
ধোনির ক্রিকেটীয় ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হলো ভক্তদের চমক দিতে ভালোবাসেন ৷ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জোগিন্দর শর্মাকে শেষ ওভার দেওয়া হোক বা ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের আগে ব্যাট করতে আসা, তিনি বরাবরই তার ভক্তদের চমক দিয়ে আসছেন। এ বিষয়ে পটুও তিনি৷ তার জাদুকরী সিদ্ধান্তে বিজয়ের উল্লাস হলেও এবার অনেকটা মলিন সকলে৷ বিশেষ করে চেন্নাই সমর্থক গোষ্ঠী৷ কারন সবারই জানা৷ অধিনায়াকত্ব ছেড়ে খেলোয়াড় হিসেবে এবারেই শেষ আসর খেলবেন ধোনি৷
আন্তর্জাতিক ম্যাচ কিম্বা ঘরোয়া টুর্নামেন্টে খেলেন না মাহি অবসরের পর থেকে৷ সেখানে তাঁর প্রতিযোগিতামূলক ক্রিকেটে একমাত্র খেলা আইপিএল ৷ গত দুই আসরে ব্যাটে রান পেলেও এবারের আসরের শুরুর দিনে অর্ধশতক করেছেন এই তারকা৷ কলকাতার বিপক্ষে দলের যখন ৬১ রানে ৫ উইকেট তখন বিপদের কান্ডারি হয়ে ৭ চার ও ১ ছয়ের বৌদলতে আইপিএল ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে করেন অর্ধশতকের এই কৃর্তী ৷
ধোনির বেলায় বয়স শুধুমাত্র একটি সংখ্যা৷ তা না হলে ৪০ বছর বয়সে এসেও বল স্টেডিয়াম ছাড়া করার সক্ষমতা হওয়ার কথা নয়৷ তাই বলা যায় বয়সের সংখ্যা গৌণ, ইচ্ছাশক্তিই মূখ্য৷
-মশিউর রহমান সাওন