03/15/2025 আমাদের নারী দল মাথা উঁচু করাতে জানে: ভিরাট
নিউজ ডেস্ক
২৯ মার্চ ২০২২ ০৬:১৯
নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে ভারত নারী ক্রিকেট দল। ৮ দলের এই টুর্নামেন্টে ভারত হয়েছে ৫ম। তাই এবার সেমিতে খেলা হচ্ছেনা গত আসরের ফাইনালিস্টদের। ৭ ম্যাচে ভারতের জয় মাত্র ৩ টি।
তবে নারী দলের বাজে সময়ে তাদের পাশে আছেন ভারতীয় ক্রিকেটের সবচাইতে বড় তারকা ভিরাট কোহলি। সোমবার নিজের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে সাবেক অধিনায়ক টুইট করেন,
“কোনো টুর্নামেন্ট থেকে নক আউট হয়ে গেলে এটা সব সময় মেনে নেওয়া অনেক কঠিন। আমাদের নারী দল জানে কিভাবে মাথা উঁচু করাতে হয়। তোমরা তোমাদের সব দিয়েছো এবং আমরা তোমাদের নিয়ে গর্বিত।’’
এর আগে ওয়ানডেতে ২০০৫ এবং ২০১৭ সালে নারী বিশ্বকাপের ফাইনাল খেললেও এখনো কোনো শিরোপা জিততে পারেনি টিম ইন্ডিয়া।
-নট আউট/এমআরএস/টিএ