03/12/2025 পুরোনো অভিজ্ঞতা কাজে লাগাতে চান শান্ত
স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২২ ২৩:১৩
স্পোর্টস করেসপন্ডেন্ট: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। প্রথম টেস্টের ভেন্যু ডারবানে বেমিভারভাগ ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা না থাকলেও বয়স ভিত্তিক ক্রিকেটে সেখানে অনূর্ধ্ব-১৯ দলের দারুণ স্মৃতি রয়েছে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তর। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে সেই পুরোনো অভিজ্ঞতা কাজে লাগাতে চান শান্ত।
দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের শান্ত বলেন, ‘অনেক ভালো লাগছে। প্রায় ৬-৭ বছর আগে এসেছিলাম। তখনও ভালো কিছু স্মৃতি ছিল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছি প্রায় সবগুলো ম্যাচই আমরা জিতেছি। ওদের দলে বেশ কয়েকটা রাগবি খেলোয়াড় ছিল। তারা ব্যাটিংয়ে নামলে আমরা বুঝতাম না ক্রিকেট খেলতে নেমেছে না রাগবি খেলতে নেমেছে। এরকম মজার অনেক মুহূর্ত ছিল। দিনশেষে আমরা পরিবেশটা উপভোগ করেছি, ভালো ক্রিকেট খেলেছি। অনেক কিছু শিখতেও পেরেছি। অনেক ভালো সময় কেটেছে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজে দারুণ ইনিংস খেলেছিলেন শান্ত। সেই আত্মাবিশ্বাস নিয়েই মাঠে নামবেন শান্ত। তিনি বলেন, ‘ঐ সময় ব্যাটিং ভালো করেছিলাম। ২-৩টা বড় স্কোর ছিল। ঐ আত্মবিশ্বাস আছে। এবার আবার সুযোগ আসলে ঐ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব, আশা করছি ভালো কিছুই হবে।’
-নট আউট/আরএ