03/15/2025 আফতাব-নাজমুল: বন্ধু, ছোট ভাই থেকে মাশরাফির কোচ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২২ ২৩:৫৬
স্পেশাল করেসপন্ডেন্ট: আফতাব আহমেদ, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, মারকুটে টপ অর্ডার ব্যাটসম্যান। নাজমুল হোসেন, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, ডানহাতি পেসার।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে দুজনের অভিষেকই মাশরাফি বিন মুর্তজার তিন বছর পরে। মাশরাফির অভিষেক হয়েছিল ২০০১ সালে। আফতাব-নাজমুল আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন ২০০৪ সালে। আফতাব-মাশরাফি পরস্পর বন্ধু। নাজমুলের সঙ্গে মাশরাফির সম্পর্কটা বড় ভাই, ছোট ভাই।
১৪ বছরের খেলোয়াড়ী জীবনের পাঠ চুকিয়ে আফতাব-নাজমুলরা এখন পেশাদার কোচ। যদিও মাশরাফি দিব্যি খেলে যাচ্ছেন। ২২ বছর ধরে খেলছেন তিনি। চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সাবেক দুই সতীর্থকে নিয়ে একই ক্লাবে আছেন নড়াইল এক্সপ্রেস। প্রিমিয়ার লিগে মাশরাফির দল লেজেন্ডস অব রুপগঞ্জের হেড কোচ আফতাব, বোলিং কোচ নাজমুল।
সাবেক দুই সতীর্থকে আবারও একই তাঁবুতে পেয়ে খুশি মাশরাফি। ফেসবুকে বিষয়টি তুলে ধরেছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।
তিনি লিখেছেন, ‘সম্পর্ক গুলো একই আছে, একে অপরের প্রতি সম্মান আগের মতোই অটুট, কাজের ধরন হয়তো বদলেছে, কিন্তু জায়গাটা সেই একই, ভালবাসার ২২ গজ।তোরা বন্ধু, ছোট ভাই থেকে এখন আমার কোচ।আমি কিন্তু দারুন উপভোগ করছি আশা করি তোরাও।’
-নট আউট/এমজেএ/টিএ