03/13/2025 লাঞ্চ, দক্ষিণ আফ্রিকা ৯৫/০
স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২২ ০২:৫৫
স্পেশাল করেসপন্ডেন্টঃ ডারবানে সিরিজের প্রথম টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে বোলিং করলেও দিনের প্রথম সেশনটা উইকেটশূন্য কেটেছে টাইগারদের। কোনো উইকেট না হারিয়ে সেশনটা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিনা উইকেটে ৯৫ রান তুলে লাঞ্চে গিয়েছে প্রোটিয়ারা। অধিনায়ক ডিন এলগার অপরাজিত ৬০ ও সারেল এরউই ৩২ রানে অপরাজিত রয়েছেন।
স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙার একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। লাঞ্চের দুই বল আগে এরউইয়ের ক্যাচ ফেলেছেন উইকেটকিপার লিটন দাস। মেহেদী হাসান মিরাজের বলে স্ল্যাশ করতে গিয়েছিলেন প্রোটিয়া ওপেনার। বল তার ব্যাটে লেগেছিল, কিন্তু ক্যাচ গ্লাভসবন্দী করতে পারেননি লিটন। তাই স্বস্তি নিয়েই সাজঘরে ফিরেছেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান।
সকালে সাইটস্ক্রিণের জটিলতার কারণে কিছুক্ষণ দেরীতে খেলা শুরু হয়েছিল। প্রথম সেশনে তাই খেলা হয়েছে ২৫ ওভার। বাংলাদেশের তিন পেসার তাসকিন, এবাদত ও খালেদ আহমেদ সুবিধা করতে পারেননি। এবাদত সবচেয়ে বেশি খরুচে ছিলেন। শেষ দিকে মিরাজ ৪ ওভার বোলিং করেছেন।
পেটের পীড়ায় ভোগা তামিম ইকবাল ও বিশ্রামে থাকা শরীফুলকে ছাড়াই আজ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ দল।
-নট আউট/এমজেএ/টিএ