03/12/2025 যুক্তরাষ্ট্র যাবেন সাকিব, খেলবেন না দ্বিতীয় টেস্ট
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২২ ১৯:৪০
নিউজ ডেস্কঃ বাংলার ক্রিকেটে এক ভরসার নাম সাকিব আল হাসান৷ দলের বিপদে বল-ব্যাটকে অস্ত্র বানিয়ে প্রতিপক্ষকে সামলানোর কাজটি করে আসছেন দীর্ঘসময়৷ পরিবারের বিপদেও খেলেছেন আফ্রিকা সিরিজ৷
স্ত্রী ও দুই সন্তান সুস্থ হয়ে বাসায় ফিরেছে।তবে মা শিরিন রেজা ফুসফুসের ইনফেকশনের কারোনে এখনো অসুস্থ।এছাড়াও দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত শাশুড়ির শরীর খুব একটা ভালো নেই। পরিবারের এমন দুঃসময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছেন না সাকিব।
জানা গিয়েছে, শীঘ্রই যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব। কবে দেশে ফিরবেন সেটি জানা যায়নি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সাকিব ৯৫ রান ও ৩ টি উইকেট নেন। স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথাও ছিলো কিন্তু সেটি হলো না।
গতকাল ৩১ মার্চ ডারবানে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে মুমিনুলরা। প্রথম দিনে সমানে লড়াই করেছে টাইগাররা। দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে স্বাগতিকরা।
৭ এপ্রিল দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হকরা।এই টেস্টও সাকিব ছাড়াই খেলবে বাংলাদেশ।
-নট আউট/এমআরএস/টিএ