03/12/2025 করোনা পজিটিভ ধারাভাষ্যকার আতহার
স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২২ ০৪:৫৩
স্পেশাল করেসপন্ডেন্টঃ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গেই গিয়েছিলেন আতহার আলী খান। দ্বিপাক্ষিক এই সিরিজে বাংলাদেশের একমাত্র ধারাভাষ্যকার হিসেবে গিয়েছিলেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধারাভাষ্য দিয়েছেন সাবেক ক্রিকেটার। কিন্তু ডারবানের কিংসমিডে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে ধারাভাষ্যকক্ষে অনপুস্থিত আতহারের কন্ঠ।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আতহার ডারবানেও আসেননি। তিনি এখনও কেপটাউনে রয়ে গেছেন। ওয়ানডে সিরিজ শেষে কেপটাউনে ঘুরতে গিয়েছিলেন আতহার। কারণ ওয়ানডে ও টেস্টের মাঝে বড় বিরতি ছিল।
পরে টেস্ট সিরিজের আগে ডারবানের উদ্দেশ্যে বিমানের টিকিট কেটেছিলেন। কিন্তু বিমানে চড়ার আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করতে হয়েছিল আতহারের। সেই পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন। তাই বিমানবন্দরের কাছাকাছি এসেও আবার হোটেলে ফিরে যেতে হয় তাকে।
তবে সহসা করোনা নেগেটিভ হয়ে ধারাভাষ্যকক্ষে ফেরার আশা করছেন আতহার। সংবাদমাধ্যমকে শুক্রবার তিনি বলেছেন, ‘কোভিড পজিটিভ হলেও আমার শারীরিক কোনো সমস্যা নেই। আমি ভালো আছি। কালপরশুর মধ্যে আবার কোভিড টেস্ট হওয়ার কথা। নেগেটিভ হলেই আমি আবার ধারাভাষ্যে যোগ দেব।’
-নট আউট/এমজেএ/টিএ