03/12/2025 প্রোটিয়ারা মাঠে ক্রিকেটারদের গালাগাল দিয়েছে অভিযোগ মুমিনুলের
স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২২ ০৬:০১
স্পোর্টস করেসপন্ডেন্টঃ ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ২২০ রানের বড় ব্যবধানে হেরেছে। বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন মাঠে তাদের বাজেভাবে গালাগাল করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারা। অধিনায়ক আরও জানান মাঠের আম্পায়াররা এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি।
সোমবার (০৪ এপ্রিল) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসকব কথা জানিয়েছেন মুমিনুল হক। তিনি জানিয়েছেন স্লেজিং তো ক্রিকেটের অংশ, মাঠে হতেই পারে। তবে প্রোটিয়ারা যেটা করেছেন সেটা এর চেয়ে বেশি কিছু হয়েছে। প্রোটিয়ারা কি বলেছিল সেটাও বলতে চাননি তিনি। মুমিনুল বলেন, ‘স্লেজিং তো হয় মাঠে। স্লেজিং হবে, এটা স্বাভাবিক। স্লেজিং যদি মাঝেমাঝে অ্যাবিউসের কাছে চলে যায়, তখন এটা খুব খারাপ। আমার কাছে মনে হয়, ওরা অ্যাবিউস করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ারও জিনিসগুলো আমার কাছে মনে হয়....ওইভাবে ওদের নোটিশ করেনি।’
মুমিনুল জানান আইসিসির উচিত লোকাল আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা থেকে সড়ে দাড়িয়ে আবারও নিরপেক্ষ আম্পায়ার দ্বারা ম্যাচ পরিচালানা করানো। তিনি বলেন, ‘আম্পায়ারিং আমাদের হাতে নেই। তবে আমার মনে হয়, আইসিসির এখন এগুলো নিয়ে চিন্তাভাবনা করা উচিত। নিরপেক্ষ আম্পায়ার আবার নিয়ে আসা উচিত, কোভিডের আগে যে পরিস্থিতি ছিল। এখন তো কোভিড মোটামুটি নিয়ন্ত্রণে। আইসিসির এগুলো খেয়াল রাখা উচিত। শুধু এই সিরিজেই নয়, অন্য সিরিজেও কিন্তু এরকম হয়েছে যে আম্পায়াররা ওই দলের পক্ষে (স্বাগতিক) সিদ্ধান্ত দিয়ে থাকে। এগুলো আমরা এই সিরিজেও দেখেছি, আগের সিরিজেও দেখেছি।’
-নট আউট/আরএ/টিএ