03/13/2025 কামিন্স-মার্শকে মুলতানে চান শান মাসুদ
নিউজ ডেস্ক
৫ এপ্রিল ২০২২ ২৩:১০
নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়মিত খেললেও এখন পর্যন্ত পিএসএলের কোন আসরে অংশগ্রহণ করেননি মিচেল মার্শ এবং প্যাট কামিন্স। অজি এই দুই ক্রিকেটারকে পিএসএলের দল মুলতান সুলতানসে খেলতে দেখতে চান শান মাসুদ।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে জেমস ফকনারসহ বেশ কয়েকজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার খেলেছেন। তবে এখন পর্যন্ত পিএসএলে মিচেল মার্শ এবং প্যাট কামিন্সকে দেখা যায়নি। তাই অজি এই দুই ক্রিকেটারকে পিএসএলের দল মুলতান সুলতানসে খেলতে দেখা চান বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা জানিয়েছেন শান মাসুদ।
মার্কাস স্টয়নিস এবং ক্যামেরন গ্রিনের ছবি দিয়ে একটি পোস্ট করেছে মুলতান ফ্র্যাঞ্চাইজি। যেখানে তারা সমর্থকদের কাছে জানতে চেয়েছেন যে তারা অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটারদের মুলতানের জার্সিতে দেখতে চান।
মুলতানের এমন টুইটে রিটুইট করে পিএসএলের ষষ্ঠ আসরে মুলতানকে নেতৃত্ব দেয়া শান মাসুদ লিখেছেন, কামিন্স এবং মার্শ।
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ছিলেন না মার্শ এবং কামিন্স। অজিদের টেস্ট অধিনায়ককে বিশ্রাম দেয়া হয়েছিল এবং ইনজুরির কারণে ছিলেন না মার্শ।
সম্প্রতি, বল হাতে দারুণ সময় পার করছেন কামিন্স। এছাড়া ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন মার্শ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছিলেন প্লেয়ার অব দ্য ফাইনাল।
-নট আউট/এসআর/টিএ