03/14/2025 আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংসে জিতেছে ব্রাদার্স
স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ০৮:১১
স্পোর্টস করেসপন্ডেন্ট: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মোহাম্মদ আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংসে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৩৬ রানে হারিয়েছে ব্রাদার্স। আগে ব্যাটিং করে আশরাফুলের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩০৯ রান করে ব্রাদার্স। জবাবে ব্যাটিং করতে নেমে ফজলে মাহমুদ রাব্বির সেঞ্চুরির পরও ২৭৩ রানে অলআউট হয় রুপগঞ্জ।
৩১০ রানে লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই মিজানুর রহমান ১ রান করে আউট হন। এরপর জাকির হাসান ৩৩ ও বাবা অপরাজিথ ৩৪ রান করে আউট হলে ৮৩ রানে ৩ উইকেট হারায় রুপগঞ্জ। মার্শাল আইয্যুব ও ফজলে মাহমুদ তৃতীয় উইকেটে জুটিতে ১১০ রানে জুটি গড়েন। ফিফটি তুলে নেন দুজনেই। মার্শাল ৫৮ রান করে আউট হন ।
এরপর ছন্দ হারিয়ে ফেলে রুপগঞ্জ। আরিফুল হক (৬), ফরহাদ রেজা (১), শরিফুল্লাহ (২) সবাই আউট হয়ে যান্। একপ্রাান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন ফজলে মাহমুদ। ১০০ রান করে রান আউট হন তিনি। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ২৭৩ রানে অলআউট রুপগঞ্জ। ব্রাদার্সের আবু হায়দার রনি, চতুরাঙ্গা ডি সিলভা, সাকলাইন সজিব ও মানিক খান সবাই ২টি করে এবং আশরাফুল ১টি উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই ইমতিয়াজ হোসেনের উইকেট হারায় ব্রাদার্স। দ্বিতীয় উইকটে জুটিতে মাইশিকুর রহমানকে সাথে নিয়ে ১৫০ রানে জুটি গড়েন মোহাম্মদ আশরাফুল। দুজনেই ফিফটি তুলে নেন। ৬৮ রান করে আউট হন মাইশিকুর। তৃতীয় উইকেটে জুটিতে মিনহাজুল আবেদিনকে আরও ৮০ রান যোগ করে আশরাফুল। মিনহাজুল ৩০ রান করে আউট হন।
চতুর্থ উইকেট জুটিতে চাতুরাঙ্গা ডি সিলভা ও আশারাফুল ঝড়ো গতিতে ৬৮ রানে জুটি গড়েন। দারুণ বকে সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। অন্যদিকে চাতুরাঙ্গাও ঝড়ো গতির ফিফটি তুলে নেন। চাতুরাঙ্গা ২৫ বলে ৫১ রান করে আউট হন। ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৯ রান করে বাদার্স। লিস্ট ‘এ’ ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১৩৯ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন আশরাফুল।
-নট আউট/আরএ