03/13/2025 দ্য হান্ড্রেডের ড্রাফটেও অবিক্রীত সাকিব
নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২২ ২১:২৯
নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের দ্য হ্যান্ড্রেডের দ্বিতীয় আসরের ড্রাফট ইতিমধ্যেই শেষ হয়েছে। এবারের আসরের ড্রাফটের জন্য ২৮৫ জন বিদেশি এবং ২৫০ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে ৮ ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নিয়েছে।
দ্য হ্যান্ড্রেডের আসন্ন আসরের জন্য ড্রাফট থেকে তুলনামূলক তরুণ তারকা ক্রিকেটারদেরকেই বেশি পরিমাণে দর হাঁকিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া বিভিন্ন তারকা ক্রিকেটার এই আসরে কতটা ম্যাচ খেলতে পারবেন তার উপর নির্ভর করেও দল সাজিয়েছে তারা। যার ফলে বাবর আজম, নিকোলাস পুরান, ডেভিড ওয়ার্নার, লকি ফার্গুসনের মতো বিশ্ব তারকারা দলই পেলেন না। দল পায়নি সাকিব আল হাসানসহ বাংলাদেশের বাকি ৯ ক্রিকেটারও।
ড্রাফট শেষে দ্য হান্ড্রেডের ৮ দলের চূড়ান্ত স্কোয়াড:
লন্ডন স্পিরিট: কাইরন পোলার্ড, গ্লেন ম্যাক্সওয়েল, রাইলি মেরিডিথ, ম্যাসন ক্রেইন, ড্যানিয়েল বেল ডরমন্ড, অ্যাডাম রসিংটন, ব্লেক কুলেন, জ্যাক ক্রলি, লিয়াম ডওসন, ইয়ন মরগান, জর্ডান থম্পসন, ড্যান লরেঞ্চ, ক্রিস উড, রবি বোপারা, ব্রড হোয়াইল এবং মার্ক উড।
ওয়েলস ফায়ার: জো ক্লার্ক, অ্যাডাম জাম্পা, ডেভিড মিলার, নাসিম শাহ, স্যাম হেইন, ম্যাথু ক্রিচলি, জ্যাকব বেথেল, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, বেন ডাকেট, জ্যাক বল, ডেভিড পাইনে, লুস ডু পুলয়, রায়ান হিগিনস, জস কব, অলি পোপ।
ম্যানচেস্টার অরজিনালস: আন্দ্রে রাসেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ড্যানিয়েল ওরাল, শেন অ্যাবট, টম হার্টলি, কলিন অকারম্যান, ফ্রেড ক্লাসেন, জস বাটলার, লরি ইভান্স, ফিল সল্ট, ম্যাট পার্কিসন, জেমি ওভারটন, টম লেমন, ওয়াইন ম্যাডসেন. কালভিন হ্যারিসন এবং অলি রবিনসন।
নর্দান সুপারচার্জারস: ডোয়াইন ব্রাভো, ডেভিড উইলি, ওয়াহাব রিয়াজ, অ্যাডাম হুস, ম্যাথু পটস, রিওলফ ভ্যান ডার মারউই, লুক রাইট, বেন স্টোকস, আদিল রশিদ, ফাফ ডু প্লেসি, হ্যারি ব্রুক, ব্রেন্ডন কার্স, জন সিম্পসন, অ্যাডাম লিথ এবং কলাম পার্কিসন।
ওভাল ইনভিসিবল: সুনীল নারিন, স্যাম বিলিংস, উইল জ্যাকস, রাইলি রুশো, ড্যানি ব্রিগস, ম্যাট মিলনে, জর্ডান কক্স, স্যাম কারান, জেসন রয়, টম কারান, সাকিব মাহমুদ, রিচ টপলি, হিল্টন কার্টওয়াট, জ্যাক লেনিং, নাথান সওটার এবং ররি বার্নস।
ট্রেন্ট রকেটস: টম কোহলার ক্যাডমোর, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, মার্শেন্ট ডি ল্যাঞ্জে, সামিত প্যাটেল, স্টিভেন মুলানে, লুক ফ্লেচার, জো রুট, রশিদ খান, লুইস গ্রেগরি, ইয়ান কোকবেইন, লুক উড, ম্যাথু কার্টার, স্যাম কুক, টম মুরস এবং ডেভিড মালান।
বার্মিংহাম ফিনিক্স: ম্যাথু ওয়েড, অলি স্টোন, অ্যাডাম মিলনে, কেন রিচার্ডসন, ম্যাথু ফিশার, ক্রিস বেঞ্জামিন, গ্রায়েম ভ্যান বারেন, ক্রিস ওকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, বেনি হাওয়েল, টম অ্যাবল, উইল স্মিদ, মিলস হ্যামন্ড এবং হেনরি ব্রুকস।
সাউদার্ন ব্রেভ: কুইন্টন ডি কক, জেমস ভিনস, ক্রিস জর্ডান, অ্যালেক্স ডেভিস, রেহান আহমেদ, রস হোয়াইটলি, জস ওয়েদারলি, জোফরা আর্চার, মার্কোস স্টইনিস, টাইমাল মিলস, জর্জ গার্টন, জ্যাক লিনটট, টিম ডেভিড, ক্রেইগ ওভারটন এবং ড্যান মোরাইটি।
-নট আউট/এসআর/টিএ