03/15/2025 আইসিসির চেয়ারম্যান পদের দৌড়ে সৌরভ-জয় শাহ
তাসকিন আফতাব
৬ এপ্রিল ২০২২ ২২:১৭
নিউজ ডেস্কঃ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান পদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ দৌড়ে এগিয়ে রয়েছেন।এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে নতুন করে মেয়াদ বাড়াতে চান না। ২০২০ সালের নভেম্বরে আইসিসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয় তিনি। ভারতের শশাঙ্ক মনোহরের স্থলাভিষিক্ত হয়েছিলেন বার্কলে। ২০২০ সালের জুলাই মাসে পদত্যাগ করেছিলেন শশাঙ্ক মনোহর।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ দুইজনেই আইসিসির পরবর্তী সভাপতি হতে চেয়েছেন। যার ফলে আইসিসির নতুন সভাপতি হওয়ার দৌড়ে সৌরভ এবং শাহ এগিয়ে রয়েছেন।
আরও বলা হয়েছে, এই দুজনের মধ্যে কেউ পরবর্তী আইসিসি সভাপতি হলে তিনি হবেন ভারতের পঞ্চম কর্মকর্তা, যিনি আইসিসির শীর্ষ পদে অধিষ্ঠিত হবেন। এর আগে জগমোহন ডালমিয়া (১৯৯৭-২০০০), শরদ পাওয়ার (২০১০-২০১২), এন শ্রীনিবাসন (২০১৪-২০১৫) এবং শশাঙ্ক মনোহর (২০১৫-২০২০) এই পদে ছিলেন।
বর্তমান আইসিসি চেয়ারম্যান বার্কলে অকল্যান্ডে অবস্থিত একজন পেশাদার আইনজীবী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে পেশাদার প্রতিশ্রুতির কারণে বার্কলে তার মেয়াদ বাড়াতে চান না এবং তাই ২০২২ সালের নভেম্বরে আইসিসি নতুন চেয়ারম্যান পেতে পারে। আইসিসি সভাপতি দুই বছরের জন্য নির্বাচিত হয় এবং ছয় বছরের বেশি মেয়াদ বাড়াতে পারে না।
-নট আউট/এসআর/টিএ