03/12/2025 আইপিএল নয়, দেশের হয়ে নিয়মিত খেলতে চান তাসকিন
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২২ ১৪:১২
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের পেসাররা নিয়মিত ভালো করছে দেশ ও দেশের বাইরে৷ যার ফলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আসছে সহজ জয়৷ জুটি বেঁধে দলকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়৷ লিখছে ইতিহাস থেকে মহাকাব্যের গল্প৷
সাম্প্রতিক সময়ে দলে যে কয়েকজন ফাস্ট বোলার রয়েছে বর্তমানে তাদের মধ্যে অন্যতম তাসকিন আহমেদ৷ প্রায় বছর পাঁচেক পূর্বে যে দেশে ব্যর্থতার যাত্রা শুরু হয়েছিল এবারে সেই দেশেই সিরিজ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন৷
রঙ্গিন পোষাকের পর সাদা পোষাকের প্রথম ম্যাচে খুব একটা খারাপ যায়নি তাসকিনের৷ তবে যা খারাপ হয়েছে তাতে করে ক্ষতি জাতীয় দলের৷ তাসকিনের ক্যারিয়ারের৷ হাতের ইনজুরিতে ছিটকে পড়েছে দল থেকে৷ ফিরে এসেছে মাদিবার রাষ্ট্র থেকে নিজ দেশে৷ ইনজুরি গুরুতর হলে কয়েক সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে৷
দেশে ফিরে বিমানবন্দরে তাসকিনের সাক্ষাৎ হয় সাংবাদিকদের সাথে৷ আইপিএল প্রসঙ্গে এসময় তাসকিন বলেন, ‘দেখেন একজন খেলোয়াড় হিসেবে আইপিএল খেলতে সবারই মন চায়, সবসময় মন চায়। যেহেতু দেশের খেলা ছিল ওই সময় তখন কিছু করার ছিল না। দেশের হয়ে খেলার কারণেই তো আইপিএল খেলার সুযোগ হয়েছে। ম্যান অব দ্য সিরিজ, সিরিজ জয়- ওটা পুষিয়ে দিয়েছে। এখন যদি একটা টেস্ট জিততে পারি তাহলে সেটা আরও বেশি ভালো হবে।’
আগামীতে সরাসরি আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে দ্রুতগতির এ পেসার বলেছেন, ‘এটা নিয়ে আসলে আশা নেই। যদি হয় হবে না হলে নাই। কিন্তু দেশের হয়ে নিয়মিত খেলতে চাই।’
আইপিএলে ডাক পেলেও, দেশের হয়ে খেলাকে এগিয়ে রাখছেন এই পেসার। জাতীয় দলের হয়ে জয়ে বেশি বেশি অবদান রাখাই লক্ষ্য এই স্পিড স্টারের।
তিনি আরও বলেন, 'এটা অন্যরকম একটা সিরিজ। সবসময় চেয়েছি বড় দলের বিপক্ষে জয়ের পেছনে নিজের ভূমিকা রাখতে। আল্লাহর অশেষ রহমতে এবার পেরেছি এবং জয়ও পেয়েছি। তো সামনে যাতে এরকম আরও বেশি সিরিজ জয় করতে পারি আমরা দলগতভাবে এবং আমার অবদান বেশি থাকে এটাই।’
-নট আউট/এমআরএস/টিএ