03/13/2025 ব্যাটিংয়ে উন্নতির সঙ্গে জয়ের টার্গেট বাংলাদেশের
নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২২ ২২:৩৭
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজ কেটেছিল স্বপ্নের মত৷ সিরিজ জয়ের অনুপ্রেরণা নিয়ে সাদা পোষাকের লড়াইয়ে ভালো কিছুর প্রত্যয় থাকলেও প্রথম ম্যাচে তা করতে পারেনি টিম টাইগার৷ ৫৩ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল সেই ম্যাচে৷ তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় পুরো দল৷ ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ম্যাচ জয়ের দিকে মনোনিবেশ বাংলাদেশী অধিনায়কের৷
ম্যাচের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মমিনুল বলেন,' অবশ্যই আমরা জেতার জন্য খেলবো। প্রতি সেশনে শতভাগ দেওয়ার সর্বোচ্চ চেষ্ঠা থাকবে৷ আমাদের ব্যাটিং দূর্বলতা কাটিয়ে ম্যাচ জিতবো ইনশাআল্লাহ৷'
বর্তমান দলে এক প্রকার স্নায়ু যুদ্ধ চলছে ৷ তবে এসব বিষয়ে ভাবতে নারাজ মমিনুল৷ তিনি বলেন, 'আমরা অন্য কোন বিষয় নিয়ে আপাতত চিন্তা করছি না৷ কারন এই সময়ে আমরা যদি খুব বেশি অন্য বিষয়ে কান দেই তাহলে মাঠে ভালো করতে পারবো না৷ অন্তত ১২-১৩ সেশন কিভাবে জিততে পারি সেই চিন্তা নিয়ে এগোতে চাই।'
প্রথম ম্যাচ বিষয়ে মমিনুল জানান, 'আমরা মানসিক ভাবে হারিনি। হারলে তো চারদিন ভালো খেলতাম না। মানসিক ভাবে সবাই শক্ত আছি। শেষ ম্যাচেও সেভাবে নামব। সেকেন্ড ইনিংসে আমরা যেভাবে ব্যাটিং করেছি। এই জায়গায় হয়তো আমাদের আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ সময় শুক্রবার দুপুর দুইটায় শুরু হবে ৷
-নট আউট/এমআরএস/টিএ