03/13/2025 ফিরলেন তামিম, বোলিংয়ে বাংলাদেশ
নট আউট ডেস্ক
৮ এপ্রিল ২০২২ ২৩:৫৮
নট আউট ডেস্কঃ ডারবান টেস্ট জিতে সিরিজে এক পা দিয়েই রেখেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই সফরকারী বাংলাদেশের সামনে। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত প্রোটিয়া কাপ্তান ডিন এলগারের।
পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশের একাদশে একটা পরিবর্তন অনুমেয়ই ছিল। চোটে ছিটকে যাওয়া পেসার তাসকিন আহমেদ ফিরে এসেছেন দেশে। তাই তার পরিবর্তে একাদশে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম।
অন্যদিকে পেটের পীড়ায় প্রথম টেস্ট মিস করা তামিম ইকবাল ফিরেছেন দলে। তাকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। অপরদিকে সিরিজে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার একাদশে রয়েছে অপরিবর্তিত।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত,মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বিব,লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা : ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, কাইল ভারাইনা, কেশব মহারাজ, সিমন হার্মার, ডুয়াইন ওলিভিয়ার, লিজাড উইলিয়ামস।
-নট আউট/টিএ