03/13/2025 পরিশ্রম করে পরিস্থিতি সামাল দিতে হবে : তাইজুল
নিউজ ডেস্ক
৯ এপ্রিল ২০২২ ২১:৪২
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের বিশেষ করে সাদা পোষাকের সংস্করণে তাইজুলের ভূমিকা অনবদ্য৷ তবুও হরহামেশাই বাদ পড়েন দল থেকে৷ সেটা নিয়ে আক্ষেপও নেই এই বামহাতি বোলারের৷ সুযোগ পেলেই তা কাজে লাগিয়ে দেশকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্ঠা করে৷
ডারবান টেস্টে তাইজুল না থাকলেও ফিরেছেন পোর্ট এলিজাবেথে৷ প্রথম দিন দলের সেরা বোলারও বনে গেছেন তিনি৷ উইকেট তুলেছেন তিনটি৷প্রথম দিন শেষে স্বাগতিকদের ঝুলিতে ৫ উইকেটে ২৭৮ রান। দিন শেষে তাইজুল জানান যে, এই উইকেটে বেশি জোরাজুরির কিছু নেই
তাইজুল বলেন, ' এখানকার কন্ডিশন এমন আপনি দেখবেন প্রথমে বিশেষ করে এক ঘন্টা উইকেট থেকে যতটা সাহায্য পাওয়া যায় পরে ঠিক ততটা পাওয়া যায়না৷ কারন সময়ের ব্যবধানে উইকেটটা ফ্ল্যাট হয়ে যায়।'
তাইজুল আরো বলেন, 'এখানে আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে, উইকেটের উপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণ বলেন বা সিনেরিটা এমন আপনি চাইলেই হচ্ছে যে তিনটা পেসার বা চারটা পেসার খেলাতে পারবেন না আবার তিনটা স্পিনারও খেলাতে পারবেন না। ব্যাটসম্যানেরও ব্যাপার আছে। সবারই একটু প্রেসার নিয়ে শারীরিক মেহনত করে আমাদের জিনিসটা মেন্টেন করতে হবে। এটুকু চ্যালেঞ্জ নিতেই হবে।'
-নট আউট/এমআরএস/টিএ