03/13/2025 '৫' প্রোটিয়াকে ফিরিয়ে অন্যন্য কীর্তির সামনে তাইজুল
নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২২ ০৩:৩৩
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে বিশেষ করে আল্টিমেট ফরম্যাটে সবচেয়ে সফল বোলার সাকিব আল হাসান৷ তবে এই অলরাউন্ডারের পরে যার নামটি প্রথম আসবে তিনিই তাইজুল ইসলাম৷ তবুও হারহামেশাই বাদ পরেন দল থেকে ৷
আফ্রিকায় প্রথম টেস্টে দল কম্বিনেশনে সুযোগ না পাওয়া তাইজুল দ্বিতীয় টেস্টে তুলে নিলেন পাঁচ উইকেট৷ পোর্ট এলিজাবেথে শুরু হওয়া ম্যাচের প্রথম দিনে নিজের শিকারে পরিণত করেন তিন প্রোটিয়া ব্যাটারকে৷ এরপর দ্বিতীয় দিনে তুলে নেন আরও দুই উইকেট৷
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে ৯ বার পাঁচ উইকেট পেলেন এই বামহাতি স্পিনার৷ এছাড়াও ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে একবার ৷ আর মাত্র এক উইকেট পেলে টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তাইজুল।
-নট আউট/এমআরএস/টিএ