03/13/2025 হাফিজের বিদায়, মোহামেডানে খেলতে ঢাকায় কুশল মেন্ডিস
স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ১১:১২
স্পেশাল করেসপন্ডেন্টঃ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এবার শিরোপা জয়ের আশায় শক্তিশালী দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের কারণে বেশিরভাগ তারকা ক্রিকেটারকে হারিয়েছে ক্লাবটি। রাউন্ড রবীন লিগে দলটির অবস্থান শোচনীয় এখন। আট ম্যাচে জয় মাত্র তিনটি।
রেলিগেশন লিগে খেলার লজ্জা যেন চোখ রাঙাচ্ছে সাদা-কালো শিবিরকে। রাউন্ড রবীন লিগে তাদেরও আর দুটি ম্যাচ বাকি আছে। এই দুই ম্যাচে জিতলেও সুপার লিগে তাদের খেলা নিশ্চিত হবে না, তবে রেলিগেশন লিগ খেলা থেকে বেঁচে যাবে ক্লাবটি।
আগামীকাল সোমবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। রেলিগেশন লিগ এড়াতে ম্যাচটি জিততেই হবে শুভাগত হোমের দলকে। সিটি ক্লাবও ৮ ম্যাচে তিনটি জয় পেয়েছে।
সাকিব-মুশফিক-মিরাজ-তাসকিনদের না পেলেও অনেক আশা নিয়ে বিদেশি ক্রিকেটার কোটায় মোহামেডান এবার উড়িয়ে এনেছিল পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। কিন্তু ৪১ বছর বয়সী হাফিজ পুরোপুরিই ফ্লপ। আট ম্যাচ খেলে মাত্র ২০৩ রান ও ৮ উইকেট নিয়েছেন তিনি।
বাজে পারফরম্যান্সের কারণে পুরো লিগ খেলার কথা থাকলেও ঢাকা ছেড়েছেন হাফিজ। তার জায়গায় লিগের শেষ কয়েক ম্যাচের জন্য মোহামেডানে উড়িয়ে এনেছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে। এখন ঢাকায় আছেন লঙ্কান এ টপ অর্ডার ব্যাটসম্যান। রোববারই তার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে মোহামেডান।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। কাল থেকেই মোহামেডানের হয়ে খেলবেন কুশল মেন্ডিস।
-নট আউট/এমজেএ/টিএ