03/13/2025 আইসোলেশনে করোনা পজিটিভ ডমিঙ্গো
স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ১৩:৫৫
স্পেশাল করেসপন্ডেন্টঃ পোর্ট এলিজাবেথে হেড কোচ রাসেল ডমিঙ্গোর বাড়ির পাশেই খেলছে বাংলাদেশ দল। সেন্ট জর্জেস পার্ক থেকে এই প্রোটিয়া কোচের বাড়ি বেশি দূরে নয়। কিন্তু নিজের এলাকায় থেকেও ড্রেসিংরুমে নেই ডমিঙ্গো। স্বদেশের ক্রিকেটারদের কাছে শীষ্যদের দুর্দশা টিভিতেই দেখতে হচ্ছে তাকে। কারণ করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন বাংলাদেশের হেড কোচ।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। তবে সুস্থ আছেন ডমিঙ্গো। কিছু উপসর্গ এখনও রয়েছে তার।
বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘গত ৭ এপ্রিল থেকেই হেড কোচ ডমিঙ্গোর শরীরে কিছু উপসর্গ দেখা দিয়েছিল। একই দিনে পিসিআর টেস্ট করেছেন তিনি। পরদিন সকালে পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। এবং তারপর থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। এখন ভালো আছেন ডমিঙ্গো। তারপরও হালকা কিছু উপসর্গ রয়েছে তার।’
জানা গেছে, ডারবানে প্রথম টেস্টের পরই হালকা-জ্বরে ভুগছিলেন ডমিঙ্গো। পরে করোনা পরীক্ষা করতেই পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।
অবশ্য আগেই বিসিবিকে জানিয়েছিলেন, পোর্ট এলিজাবেথে ম্যাচ চলাকালীন নিজের বাড়িতে থাকবেন ডমিঙ্গো। টিম হোটেলে দলের সঙ্গে অবস্থান করবেন না। এখন করোনা আক্রান্ত ডমিঙ্গোকে বাধ্য হয়েই নিজের বাড়িতে আইসোলেশনে থাকতে হচ্ছে।
-নট আউট/এমজেএ/টিএ