03/13/2025 আমি চেষ্ঠা করে সফল হয়েছি- সিরিজ সেরা মহারাজ
নিউজ ডেস্ক
১২ এপ্রিল ২০২২ ১৪:০১
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট সিরিজ হেরেছে কেশব মহারাজের কাছে। এমনটি বললে মোটেও ভুল হবে না। কারন দুই ম্যাচে বল হাতে তুলেছেন সফরকারীদের ১৬ উইকেট। সাথে শেষ টেস্টে ব্যাট হাতে করেছেন এক ইনিংসে ৮৪ রান। দূর্দান্ত পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হয়েছে সিরিজ সেরা।
সাদা পোষাকের দুই ম্যাচেই নির্বাচিত হয় ম্যাচ সেরা। ম্যাচে শেষে মহারাজ বলেন, 'আমি খুশি। কারন দলকে জেতাতে পেরেছি। আমরা সকলে জানি কন্ডিশন কঠিন ছিল। এই মাঠে অনেকটা বাতাসের সাথে লড়াই করতে হয়েছে। সিরিজ জয়ে পুরো দলের কৃতিত্ব রয়েছে।'
মহারাজ আরও বলেন, 'আমি শুধু কাজ করার চেষ্ঠা করেছি। বেশি কিছু করার মোটেও চেষ্ঠা ছিল না। অধিনায়ক ও কোচের কথামত সকলে নিজেদের কাজ করার চেষ্ঠা করেছি।'
অধিনায়ক বিষয়ে সিরিজ জয়ের নায়ক মন্তব্য করে বলেন, 'ডিন আমাদের নেতৃত্বে একটি দুর্দান্ত কাজ করেছেন এবং ছেলেরা সিরিজে নিবেদিত ছিল। ডিন এবং কোচ আমার সাথে কথা বলেছিলেন প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর যখন আমি উইকেট শূন্য ছিলাম। তারা আমাকে আমার প্রতি বিশ্বাস রাখতে বলেছিলেন।'
নিজের ও সাইমন প্রসঙ্গে মহারাজ আরও বলেন, 'যখন থেকে আমি ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেছি তখন থেকে আমি আমার প্রক্রিয়ার পুনরাবৃত্তি করেছি,সেখানে কয়েকটি ছোটখাট পরিবর্তন। পুরস্কার পেয়ে আমি যথেষ্ট খুশি। আমি সত্যিই আমার পরিসংখ্যান তাকাই না। সাইমন একটি চমৎকার কাজ করেছেন। তার উপর চাপ ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসে তিনি দেখিয়েছিলেন কেন তিনি বিশ্বমানের পারফর্মার। তার জন্য সত্যিই খুশি এবং আমি জানি এমন একটা সময় আসবে যে সে অনেক বেশি পুরস্কার পাবে। আমি কিছু ইতিবাচক অভিপ্রায় দেখানোর চেষ্টা করেছিলাম এবং ব্যাটের মাঝখানে বল পেয়েছিলাম, স্পষ্টতই কিছুটা হতাশ হয়েছিলাম লাইনের ওপর দিয়ে যেতে না পেরে। আশা করি ভবিষ্যতে আমি ল্যান্ডমার্ক পেতে পরিচালনা করব।
-নট আউট/এমআরএস/টিএ