03/14/2025 নাসুম ইস্যুতে মুখ খুললেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
নট আউট ডেস্ক
১৩ এপ্রিল ২০২২ ২২:১১
বাংলাদেশে ক্রিকেটে বিপিএলের গুরুত্ব অনেক। কারন এই জায়গা থেকে উঠে আসে জাতীয় দলে অনেক তরুণ ক্রিকেটাররা। গেল বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার। তবে বাংলাদেশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগ (বিপিএল) আর বিতর্ক যেন এক সূত্রে গাঁথা।
গেল কয়েক আসর ধরেই মাঝে কিংবা শেষে বিতর্ক লেগেই থাকে। বাদ যায়নি এবারেও। আসর চলমানকালে মিরাজের অধিনাকত্ব ইস্যু এরপর নাসুমের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ। নিজের পাওনা টাকা বুঝে না পাওয়ার বিষয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অভিযোগ তুলেন জাতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটে থিতু হওয়া নাসুম। এছাড়াও করোনা আক্রান্ত ব্যক্তির সাথেও জোড়পূর্বক থাকতে বাধ্য করেন বলে গণমাধ্যমকে জানান এই বোলার।
নাসুমের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, নাসুমের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
আরও পড়ুনঃ সুইং মাস্টারকে অনেক বিরক্ত করতে চাইঃ হাসান আলি
এদিকে শতভাগ টাকা পরিশোধের তথ্য-প্রমাণ বিসিবির কাছে পাঠিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নাসুমের এমন দাবি ভিত্তিহীন বলেও জানিয়েছে তারা। মঙ্গলবার এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দলটি। যেখানে কথা বলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্বত্বাধিকারী রিফাতুজ্জামান। এরপর সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরে বিস্তারিত। সেখানে নাসুমের অভিযোগ মিথ্যা দাবি করে প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টির তদন্ত করতে বিসিবিতে আবেদন করারও কথা বলা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়ঃ যারা জাতীয় দলের হয়ে খেলেন তারা নিশ্চই দেশের সম্পদ। আমরা তাদের সর্বোচ্চ সম্মান করি। তাদের বিরুদ্ধে কোনভাবে অ্যাকশনে যাওয়া উচিত হবে না। আমরা চাই সে (নাসুম) যে ভিত্তিহীন কথা ও মিথ্যে অভিযোগ করেছে তা যেন প্রকাশ্যে এসে প্রত্যাহার করেন।
-নট আউট/এমআরএস