03/13/2025 আর্চারের অনুপস্থিতি দলকে ভোগাচ্ছেঃ জয়াবর্ধনে
নট আউট ডেস্ক
১৫ এপ্রিল ২০২২ ২০:৫৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। বিগত বছরগগুলোতেও শুরুতে ছন্দছাড়া থাকলেও সময়ের সাথে ফিরে এসে দাপট দেখিয়েছে পুরো আসরে। তবে এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোন ভাবেই কিছু হচ্ছেনা রোহিতের দলের। চলতি আসরে এখনও পর্যন্ত টুর্নামেন্টে জয়ের মুখ না দেখা একমাত্র দল মুম্বাই।
নিজেদের সর্বশেষ ম্যাচেও জয়ের খুব কাছে গিয়ে উৎযাপন করা হয়নি বিজয়ের আনন্দ। পাঞ্জাবের কাছে ম্যাচটি হেরেছিল ১২ রানে। ধারাবাহিক হারের পর হতাশার বাণী শুনিয়েছেন রোহিত শর্মা। সেই তালিকায় যোগ হয়েছেন দলটির কোচ মাহেলা জয়াবর্ধনে। তবে এই কোচ মনে করেন টানা পাঁচ হারের অন্যতম কারন জোফরা আর্চারের অনুপস্থিতি।
জয়াবর্ধানে বলেন- আমরা গত চার পাঁচ বছরে ভালো বোলিং আক্রমণ তৈরী করেছিলাম। এবারের মেগা নিলামে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হয়েছে। তাছাড়া আমরা যার উপর ভরসা বেশিই করেছিলাম সেই বোলারকে পাইনি। জোফরার অনুপস্তিতি আমাদের ভুগাচ্ছে । সে চ্যাম্পিয়ন বোলার। এরকম বোলার দলে থাকা মানে আলাদা সুবিধা পাওয়া। এছাড়াও সে শেষের দিকে ব্যাট চালাতে পারতো। যেটি এবারের আমাদের অন্য ছেলেরা ঠিকঠাক মত করতে পারছে না।
আরও পড়ুনঃ দল নির্বাচনে বাবরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
বোলিং আক্রমণ নিয়ে হতাশ জয়াবর্ধনে বলেন- দলে থাকা বোলারদের মধ্যে বুমরাহ্ ছাড়া কেউ একটা সুবিধা করতে পারছে না। ড্যানিয়েল স্যামস প্রথম তিন ম্যাচে ১১ ওভার বোলিং করে ১৩৯ রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছেন। মিলস ৬ উইকেট নিলেও ওভারপ্রতি প্রায় ১০ রান করে দিচ্ছেন। জয়দেব উনাদকাট, বাসিল থাম্পিরাও ওভারপ্রতি ৯ করে রান বিলাচ্ছেন। আমরা টানা পাঁচ ম্যাচ হারলেও সবগুলোতেই প্রায় জয়ের সুযোগ ছিল। কিন্তু আমরা সুযোগ লুফিয়ে নিতে পারেনি।
মুম্বাইয়ের ফিনিশার প্রসঙ্গে জয়াবর্ধনে মনে করেন, দলটিতে বর্তমানে সূর্যকুমার যাদব হচ্ছেন সেরা ফিনিশার। কারন আমি তাকে যতটুকু চিনেছি তার মাঝে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে। সে যে কোন পজিশনে ব্যাটিং করতে পারলেও আমরা তাকে ছয় নাাম্বার ব্যাটার হিসেবে খেলাচ্ছি। কারন তার মত এই জায়গায় ভালোভাবে খেলা ফিনিশিং দিতে পারবে না। হতাশ হয়েও হাসি মুখে তিনি আরও বলেন জোফরা থাকলে আরেকটু উপরে সূর্যকুমারকে খেলানো যেত।
-নট আউট/এমআরএস