03/13/2025 সুপার লিগেও চলছে এনামুলের বাজিমাত
নট আউট ডেস্ক
১৮ এপ্রিল ২০২২ ২০:২৩
নট আউট ডেস্কঃ নিজেকে হারিয়ে আবার নতুন করে ফিরে পাওয়ার লড়াইয়ে ব্যস্ত এনামুল হক বিজয়। সর্বশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও করেছেন বাজিমাত। ওয়ালটন পৃৃষ্ঠপোষকতায় চলতি ডিপিএলে যা করছেন তাতে নির্বাচকদের ভাবতে বাধ্য করেছেন তিনি। রবীন লীগের ধারাবাহিকতা বিদ্যমান রেখেছেন সুপার লিগেও।
আবাহনীর বিপক্ষে আজকের ম্যাচে তুলে নিয়েছেন আরেকটি অর্ধশতক। এর আগে ২ শতকের সাথে ৫ সেঞ্চুরি নিয়ে রান তালিকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। তবে মধুর লড়াইয়ে এই অর্ধশতকের বদৌলতে নাঈম ইসলামকে টপকিয়ে তালিকার প্রথম স্থান নিজের করে নিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার।
প্রাইম ব্যাংকের হয়ে খেলা বিজয়ের জন্য ইতিমধ্যে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিজয় প্রসঙ্গে আকরাম খান জানান, আগামী জুনে উইন্ডিজের বিপক্ষে এ দলের সফরে দলে রাখা হবে এই ওপেনারকে। আন্তর্জাতিক পর্যায়ে কতটা কার্যকর তা দেখার জন্য মূলত কিছুটা দেরীতে সুযোগ দেওয়া হবে জাতীয় দলে। এ দলের সফরে ভালো কিছু করলে ২০১৯ সালের পর আরেকবার প্রর্ত্যাবর্তন হতে পারে স্বপ্নের জায়গায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বিজয়ের ব্যক্তিগত ৬০ রানে অপরাজিত রয়েছেন।
-নট আউট/এমআরএস