03/13/2025 ডোনাল্ডের কাছে অনেক কিছু নিতে চাই
নট আউট ডেস্ক
১৯ এপ্রিল ২০২২ ০৮:২০
নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলে বর্তমান সময়ে অন্যতম সেরা পেসার কে এমন প্রশ্নে কেউ বলবে তাসকিন আবার কেউ বলবে মুস্তাফিজ৷ তবে যে যাই বলুক এই দুজন যে দলের সেরা বোলার তা উপেক্ষা করার উপায় নেই৷ তবে এদের ভিড়েও আরেকজন ছোট কাঁধে বড় দায়িত্ব নিয়ে ইতিমধ্যে আস্থাভাজন হয়ে ওঠেছে ম্যানেজম্যান্ট থেকে অধিনায়কের তা আলাদাভাবে বলার নেই৷
২০২০ সালে যুববিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য শরিফুল গুরু ওটিস গিবসনের দেখভালে আন্তর্জাতিক পথচলা শুরু করেছিল দারুণভাবেই৷ অল্প সময়ে শিখেছেন অনেক কিছু৷ যা শিখিয়েছেন গুরু তা রপ্ত করে প্রয়োগের সর্বোচ্চ চেষ্ঠা করেছেন৷ চেষ্ঠায় সফলতার হার অনেক বেশি৷
সাবেক গুরুর বিদায়ের পর নতুন করে পাশে পাচ্ছেন অ্যালান ডোনাল্ডকে৷ আফ্রিকান এই সাবেক খেলোয়াড়ের ব্যক্তিগত ক্যারিয়ার অনন্য৷ তৎকালীন বিশ্বের সেরা পেসারদের মধ্যে একজন ছিলেন ডোনাল্ট৷ এমন একজনকে কাছে পেলে না শেখার উপায় থাকে কি করে৷ শরিফুলও শিখতে চায় অনেক কিছুই৷
শরিফুল বলেছেন, ‘খুব ভালো ছিল (ডোল্ডের কথা ও দর্শন)। উনার সঙ্গে আমাদের আলাদা কাজ করা হয়েছে। সিরিজের মাঝে তেমন একটা সময় পাইনি। আশা করা যায় ৭-৮ দিন পর সময় পাব আলাদাভাবে কাজ করার। তখন তার সঙ্গে কাজ করে, তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে।’
কথায় মনে হলো সাদা বিদ্যুৎখ্যাত ডোনাল্ডকে মনে ধরেছে শরিফুলের। তিনি বললেন, ‘প্রায় সব কোচেরই একইরকম থিওরি থাকে। ফিলোসফি একই। আমি তো অনেকদিন ধরে গিবসনের সঙ্গে কাজ করেছি। আর ডোনাল্ডের সঙ্গে তো এখনও কাজ বলতে মাত্র একটি সিরিজ খেলেছি। যখন খেলা থাকবে না, একটা সপ্তাহ যদি ক্যাম্প করতে পারি, তখন বোঝা যাবে যে কতটা নিতে পারি তার থেকে।’
-নট আউট/এমআরএস