03/14/2025 তামিমের সিদ্ধান্তে আস্থা রাখছেন কর্তারা
নট আউট ডেস্ক
২১ এপ্রিল ২০২২ ২০:৩১
বাংলাদেশ ক্রিকেটে সেরা ওপেনারের নাম খোঁজা হলে তামিমের নাম সবার প্রথমে আসবে। তিন ফরম্যাটেই ড্যাশিং ওপেনার দীর্ঘদিন সংক্ষিপ্ত ফরম্যাটের বাইরে। স্লো স্ট্রাইক রেটের কারনে বারবার সমালোচিত হলে অনেকটা অভিমানে অপ্রকাশ্যে বিদায় বলেছেন টি-টুয়েন্টি সংস্করণকে। তবে তামিমের না থাকাতে কারও দ্বারা দল পায়নি ম্যাচের শুরুতে সুফল। তাই সর্বমহলের চাওয়া আবার ফিরুক তামিম। তামিমের খেলা না খেলার সিদ্ধান্ত ব্যক্তিগত তামিমের। তাই সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রাখছেন বোর্ড কর্তারা।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল আদৌ টি-টোয়েন্টি খেলবেন কি না সেই ব্যাপারে এখনও নিশ্চিত হয়ে কিছু বলতে পারছেন না বিসিবির অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।
এ ব্যাপারে তিনি বলেন, এখন পর্যন্ত বোর্ড পরিস্কারভাবে কিছুই জানে না। তবে শিগগীরই এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে জানান তিনি।
এই বছরই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। বিসিবিও সেই ছুটি পত্রে ‘হ্যাঁ’ স্বাক্ষর করেছে।
তবে তামিমের অনুপস্থিতে যারাই এতদিন সুযোগ পেয়েছেন তাঁরা কেউই নিজেদের প্রমাণ করতে পারেননি। বিপিএলে দারুণ খেলা মুনিককেও আফগানিস্তান সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই সুযোগ লুফে নিতে ব্যর্থ হয়েছেন মুনিম।
অবশ্য তামিম নিজের টি-টোয়েন্টির ভবিষ্যৎ কয়েকদিন পরই জানাবেন বলে জানিয়েছেন নিজেই। ততদিন পর্যন্ত না হয় অপেক্ষা করতে হবে বিসিবিকে।