03/15/2025 উইজডেনের সেরা টি-টুয়েন্টি ক্রিকেটার রিজওয়ান
নট আউট ডেস্ক
২২ এপ্রিল ২০২২ ০০:২০
পাকিস্তান বর্তমান ক্রিকেট দলের অন্যতম সদস্য মোহাম্মদ রিজওয়ান। গেল বিশ্বকাপের তার দূর্দান্ত সব ইনিংস তাকে এনে দেয় বর্ষসেরার পুরস্কার। এবার প্রথমবারের মত উইজডেনের সেরা টি-টুয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হলেন রিজওয়ান।
২০০৩ সালে লিডিং ক্রিকেটারের পুরস্কারটি চালু হয়। এবারে রুট উইজডেনের সেরা ক্রিকেটার নির্বাচিত হয় জোর রুট। এ নিয়ে তিনবার একই পুরস্কার পেলেন সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়া রুট।
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের ২০২১ সালের শীর্ষ পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন রুটের জাতীয় দলের সতীর্থ অলি রবিনসন। বাকিরা হলেন ভারতের জাসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা; নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও দক্ষিণ আফ্রিকা নারী দলের ডেন ফন নিকার্ক।
লিডিং নারী ক্রিকেটারের পুরস্কার গেছে লিজেল লির ঝুলিতে। দক্ষিণ আফ্রিকার মেয়েদের পক্ষে এই সম্মাননা অর্জন করা প্রথম খেলোয়াড় তিনি।
-নট আউট/এমআরএস