03/12/2025 ইনজুরিতে মিরাজের শ্রীলঙ্কা সিরিজ শেষ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২২ ০৪:০৩
স্পেশাল করেসপন্ডেন্টঃ বিকেএসপিতে রোববার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। গোড়ালির ব্যথা কাটিয়ে আগামীকাল খেলবেন মুশফিক। কিন্তু ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পাওয়া মিরাজ ছিটকে গেলেন শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকে।
মিরাজের আঙুলের হাড় নড়ে গেছে এবং চিড় ধরেছে হাড়ে। চিকিৎসকরা দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দিয়েছেন মিরাজকে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টই খেলতে পারবেন না এ অলরাউন্ডার।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে রোববার খেলছিলেন মিরাজ। ক্যাচ ধরতে না পারলেও চোটে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই এই ক্রিকেটারকে নেয়া হয়েছে হাসপাতালে। ঢাকায় ফিরে স্ক্যান করা হয়েছে মিরাজের। স্ক্যানের রিপোর্টেই এসেছে দুঃসংবাদ।
সোমবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘হ্যাঁ, মিরাজের ইনজুরিটা বড়। প্রথম টেস্টে পাওয়া যাবে না। পূর্ণ বিশ্রাম দেয়া হয়েছে।’
মিরাজের ইনজুরি সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ওর আঙুলে হাড় ডিসলোকেটেড হয়েছে। ফ্র্যাকচার আছে। আমরা ২ সপ্তাহ পর খুলবো। তারপর বোঝা যাবে কি অবস্থা, এখন ফুল রেস্ট।’
বাংলাদেশের টেস্ট দলে মিরাজের বদলি নেয়া হবে। তার জায়গায় অফস্পিনার নাঈম হাসানের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। খুব দ্রুতই তা জানাবেন নির্বাচকরা।
-নট আউট/এমজেএ/টিএ