03/13/2025 নেতৃত্বে সফল ইমরুল কায়েস
মশিউর রহমান শাওন
২৭ এপ্রিল ২০২২ ০৭:১৫
বাংলাদেশ ক্রিকেটে পরিচিত মুখ ইমরুল কায়েস৷ একাধারে জাতীয় দলে খুব বেশি দিন থাকা না হলেও ঘরোয়া লীগে নিয়মিত৷ শুধু একজন ব্যাটার হিসেবে ভাবলে ভুল হবে ৷ হয়তো অধিকাংশই এই ভুল করবে না ৷ কারন যারা দেশের ক্রিকেটের সামান্যতম খোঁজ খবর রাখেন তারা জানে মাঠে দলের নেতা এই ইমরুল৷ জাতীয় দলকে কখনো নেতৃত্ব না দিলেও ঘরোয়া পর্যায়ে নেতৃত্বে সফল এই ব্যাটার৷
ধারাবাহিক ভাবে রান করার পরেও টিম কম্বিনেশনে যে কয়েকজন খেলোয়াড় দলে সুযোগ পায়না তাদের মধ্যে একজন ইমরুল কায়েস৷ কখনো সিরিজ সামনে রেখে অনুশীলনে ডেকেও হয়না তার জায়গা৷ ট্রলের বেলাতেও যেমন অবেহলাতেও তেমনি তিনি৷ তবে কথায় আছে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, জয় আসবেই আসবে৷ ঠিক সেই কথাকে পূঁজি করে এগিয়ে যাচ্ছেন ইমরুল ৷ নিজের সাথে সফল করছেন দলকে৷
দেশের অভ্যন্তরে বিপিএল ও ডিপিএল অন্যতম সেরা টূর্ণামেন্ট৷ এই দুই লিগে পাখির চোখ থাকে নির্বাচক থেকে শুরু করে ক্রিকেট নিয়ে কাজ করা সকলের৷ সর্বশেষ বিপিএল মাঝারি সংগ্রহ দাঁড় করালেও যে দলটি চ্যাম্পিয়নের বিজয় উৎসব করেছিল সেই দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন ইমরুল কায়েস৷ নিজের বুদ্ধিদিপ্ত অধিনায়কত্বে দলকে যেমন সম্মানের আসনে বসান তেমনি এক সূতোয় বাঁধেন পুরো শিবিরকে৷
সর্বশেষ বিপিএলের পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও মাঝারি মানের দলকে নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এনে দিয়েছেন প্রথমবারের মত শিরোফা৷ দলে নামি দামি তারকা না থাকলেও বোলার ও ফিল্ডারদের সঠিক ব্যবহারে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দলটি৷
একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ দলের দুঃসময়ে কিংবা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে কিভাবে দল পরিচালনা করছেন৷ সেদিক বিবেচনায় অনেকের চেয়ে এগিয়ে থাকবেন ইমরুল কায়েস৷
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অধিনায়কের সফলতার বিচারে সবার উপরে থাকবেন মাশরাফী বিন মর্তুজা৷ এরপর যে কয়েকজনের নাম আসবে তাদের মধ্যে অন্যতম ইমরুল কায়েস৷ টানা দুই টূর্ণামেন্টে দলকে মাতালেন বিজয়ের আনন্দে৷ তাই বলাই যায় নেতৃত্বে সফল ইমরুল কায়েস৷
-নট আউট/এমআরএস