03/14/2025 দশ হাজারী রানের ক্লাবে তামিম
নট আউট ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ০৭:৪৫
বাংলাদেশ তথা বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ওপেনারদের একজন তামিম ইকবাল খাঁন৷ নিজ দেশে যতই তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হোক না কেন বাইরের দেশের অনেকেই ভালোই কদর করেন এই ব্যাটারকে৷ বড় ম্যাচে প্রতিপক্ষ বোলারদের কাছে হয়ে ওঠেন ভয়ের নাম ৷ তামিমের দীর্ঘ দিনের ক্রিকেটীয় ক্যারিয়ারে রেকর্ড সংখ্যা প্রযুক্তির কল্যাণে সহজে বের করা সম্ভব হলেও সেদিকে না তাকিয়ে যেদিকে তাকানো যায় তা হলো ঢাক প্রিয়িমার লীগে অনন্য কীর্তী গড়েছেন এই ড্যাশিং ওপেনার৷
আফ্রিকায় রঙিন পোষাকে দারুণ কিছু করার পর সাদা পোষাকে লজ্জার রেকর্ডের সাক্ষী হলেও দেশে ফিরে করেছেন গর্বের রেকর্ড৷ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮১ বলে অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত সেঞ্চুরির কল্যাণে প্রথম ও একমাত্র বাংলাদেশী হিসেবে লিস্ট 'এ' ক্রিকেটে স্পর্শ করলেন দশ হাজার রানের মাইলফলক৷
দশ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে তামিমকে খেলতে হয়েছে ২৭৫ ইনিংস৷ এই সময়ে তামিমের সেঞ্চুরি সংখ্যা ২০ ৷ শতকের বিচারেও সবার উপরেই তিনি ৷
তামিমের পর সেঞ্চুরির হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয় ৷ খারাপ সময়কে পেছনে ফেলে সমালোচনার জবাব দিচ্ছেন ব্যাট দিয়েই৷ ৮ অর্ধশতক ও ৩ শতকের কল্যাণে চলতি ডিপিএলে করেছেন এক হাজারের অধিক রান৷ ডিপিএল লিস্ট 'এ' সম্মান পাওয়ার পর প্রথম কোন ব্যাটারের রেকর্ড৷
তামিম ও এনামুলের পর সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম। চলতি আসর শুরুর পূর্বে দ্বিতীয় অবস্থানে থাকলেও বিজয়ের তিন শতকে মুশফিকের বর্তমান অবস্থান তিনে৷ ১২ সেঞ্চুরিতে যৌথভাবে চারে নাঈম ইসলাম ও লিটন কুমার দাস। পঞ্চম সর্বোচ্চ ১১ সেঞ্চুরি যৌথভাবে মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েসের।
-নট আউট/এমআরএস